আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।
আমি এই প্রথম টেকটিউনস এ লিখছি। এই বিষয়ে হয়ত অনেকে লিখেছে। কিন্তু আজ আমি নতুন করে লিখছি।
যা লিখছি তা এর আগে কেউ লিখেছে কিনা জানিনা।
আশা করি পড়বেন।
আমাদের প্রায় সবার কম বেশি ফেসবুক পেজ আছে। কিন্তু লাইক নাই। এজন্য অনেক সময় খারাপ লাগে। আবার হতাশ ও হয়।
কিন্তু আমরা অনেকে জানিনা যে ফেসবুক পেজ এর লাইক বাড়ানো যায় বিশ্বব্যাপি। সব আসল লাইক।
তাই এই বিষয় নিয়ে লিখছিঃ এভাবে একদিনে কমপক্ষে ৫০০ এর অধিক লাইক বাড়ানো সম্ভব। তাই আর দেরি না করে কাজ শুরু করে দেয়া যেতে পারে।
সব IP থেকে নাও হতে পারে।
একটি E mail যাবে। E mail টি Confirm করতে হবে।
তারপর username & password দিয়ে login করতে হবে।
Login করার পর Social Media Exchange Option থেকে Credits Earn করতে হবে। এসময় যেকোন একটি ফেসবুক আইডি পাশে খোলা রাখতে হবে।
এভাবে Credits Earn করার পর Add and Manage Page থেকে Facebook Like select করতে হবে।
তারপর Add a Facebook page and get likes to it. এখান থেকে পেজের লিংক ও নাম Credit option < 10 or 9 or 8 or 7 or 6 select করতে হবে। 10 দিলে সবচেয়ে তাড়াতাড়ি হবে ও 6 দিলে সবচেয়ে আস্তে হবে। তারপর Add URL দিলে হয়ে যাবে। ।
এরপর দেখতে থাকুন ম্যাজিক। এক সপ্তাহে বেশি Credit Earn করা Top 100 জনকে Bonous দেয়া হবে।
Position
Reward
1
3000 Credits
2
1500 Credits
3
1000 Credits
4-10
500 Credits
11-25
400 Credits
26-50
200 Credits
51-100
100 Credits
আশা করি আপনারা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।
আমার আরও পোস্ট দেখতে চাইলে ভিজিট করুনঃ http://www.evergreenidea.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।