এই ব্লগটি নোমান বিন আরমান'র দায়িত্বে প্রবর্তিত। এখানে মাঝেমধ্যে তিনি আসেন। numanbinarmanbd@gmail.com
একটি রাতের জন্য নিরন্তর অপেক্ষা অনেকের। জোনাক জ্বলা সে রাতটি পাবার জন্য অন্তহীন প্রচেষ্টা। যে রাতে আসমানভরে জমিনে নামবে আলো।
অশ্রুর তারায় তারায় রঙিন হবে দিগন্ত। ভাগ্য বদলাবে সময়ের। সৃষ্টির। মানুষের।
ধারণা করা হচ্ছে সেই কল্যাণকর রাতটিই আজ।
হাজার রজনীর চেয়ে শ্রেষ্ঠ রজনী। ভাগ্য রাত। এ রাত সবার জন্য কল্যাণকর হোক। সুখে হাসুক সকল প্রাণ। আনন্দে কাঁদুক মানুষ।
অনন্য হোক সবে_ এই প্রার্থনা। স্বাগতম_ লাইলাতুল কাদর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।