ডুবোজ্বর
১৭০৯০৯
ঝর্ণার গন্ধ ছুঁয়ে থাকি কেবল নিজের ভিতর
চারশোবছর কেটে গেছে
এই কার্বনহাওয়ায় শঙ্খনাদ শুনি শঙ্খচুর
কাঠের চাকা ভেঙে লোহা
লোহার চাকা ভেঙে কীসব চক্রবর্তী ঘুরে
নিদঘুমে ধূলিপড়া পাতার জালে চোখ রাখি
ওগো চন্দ্রমল্লিকা কেনো ছাদে জেগে রাতে
ছাদের টবে জমে উঠে বৃষ্টির শব
শবকাতর যন্ত্রণায় কালো হতে হতে হাঁটি
আমার নখের ভাঁজে পলির গন্ধ এখনো নদী
মুঠোর ভিতর ছাই নিয়ে জাগি
মুঠোর ভিতর চনমনে রোদ ডানাভাঙা ভুল
দেখি পাথরের মাঠ পার হয় বালিকাদল
স্কার্ফভর্তি ফেনায়িত স্কুল আর কলম
হাত নাড়ি সিটি দিই
ওরা তো থেকে থেকে কান্নার বনে জুঁইটুঁই
আমার কুঞ্চিত আঙুল ভাবে গন্ধের ওম
চারশোবছর গরাদে দাঁড়িয়ে ভাবি নির্ঝর
দুপায়ে শিকড় হবে বনষ্পতির মায়া
ঝর্ণার গন্ধ ছুঁয়ে থাকি কেবল নিজের ভিতর
রাত ৮:১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।