আমাদের কথা খুঁজে নিন

   

নভোচারীদের নখের দুরবস্থা

জানি না

আমরা অনেকেই বিভিন্ন সায়েন্স ফিকশনের ছবিতে দেখতে পাই, ইনফেকশনের কারণে মানুষের আঙুলের নখ উঠে যায়। বাস্তবে যদি কারও এ ধরনের অভিজ্ঞতা হয় তাহলে কল্পনা করুন কেমন ভীতিকর অনুভূতি হতে পারে? নাসার অনেক নভোচারী তাদের আঙুলের নখ হারানোর কথা রিপোর্ট করেছেন। আর এ কারণে কিছু নভোচারী মহাশূন্যে ভ্রমণের আগে নিজেদের আঙুলের নখ নিজেরাই তুলে ফেলেন, যাতে পরে তাদের এই পরিস্থিতিতে পড়তে না হয়। প্রধান কারণ হাতের গ্লাভ্স মহাশূন্য ভ্রমণে নখ হারানোর কারণ গবেষণা করে দেখা গেছে, নভোচারীদের হাতের গ্লাভ্স (হাতমোজা) এর প্রধান কারণ। নভোচারীদের যে গ্লাভস পরতে দেয়া হয় তা বায়ুচাপের সঙ্গে নভোচারীদের শারীরিক সমতা আনার জন্য অনেক মোটা হয় আর হাতের সঙ্গে অনেকটা চেপে থাকে। ফলে একদিকে যেমন আঙুলের ওপর অনেক চাপ পড়ে, অন্যদিকে স্বাভাবিক রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। প্রথমে আঙুলের চামড়ায় ক্ষত সৃষ্টি হয়, এরপর ফোস্কা পড়ে এবং ধীরে ধীরে নখ আঙুল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ন্যাশনাল জিওগ্রাফিক নিউজের মতে, উন্নত মানের নভোচারীদের চাহিদানুযায়ী বানানো গ্লাভস এর সমাধান হতে পারে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।