যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
শুধু রেডিওতেই নয়, আসমা আহমেদ ছিলেন বিটিভির রাত আটটার সংবাদেরও সবচেয়ে জনপ্রিয় নিউজপ্রেজান্টার। শৈশবে আসমা আহমেদ নামটা শুনলে বুকের মধ্যে লাফিয়ে উঠতো বাঘ-ভাল্লুক। কি চমৎকার ছিল তার খবর-পঠন, আমার চাইল্ডহুড হিরোইন।
একসময় দেখলাম সে তার নামের সাথে আরেকটা নাম যোগ করেছে। হঠাৎ করে কেন 'আসমা আহমেদ' থেকে 'আসমা আহমেদ মাসুদ' হয়ে গেলেন সেটা তখন আমার কাছে রহস্যজনক মনে হতো। পরে কেউ একজন বলেছিলো মাসুদ নামে কারো সাথে তার বিয়ে হয়েছে। সেদিন যে কি হৃদয় ভাঙা কষ্ট লেগেছিলো! উফফ!
আসমা আহমেদ মাসুদ এখন কোথায়? তার সেই সুমিষ্ট গলায় আওয়াজ শুনি না কতততততদিন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।