আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ সংকলন

ব্রতচারী

তুমি নেই বলে ২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮ মেঘবালিকা মেঘবালিকা সেইদিন থেকে হায়, নিঝুম নিরালায়, ভাবছি বসে হায় , শুধু যে তোমায়, কিন্তু তুমি কত দূরে ? যুগ যুগান্তরে !!!!!!!!!! মেঘবালিকা মেঘবালিকা তবু চেয়ে আছি বাকহারা যুবকের মতো ! নীড় হারা পাখির মতো! কুল হারা নদির মতো! কান্ডারী হারা তরীর মতো! তুমি নেই বলে !!!!!!!!! মেঘবালিকা মেঘবালিকা নিঝুম নিরালায় , বসে আছি জানালায়, লিখতে চেয়েছি কত কবিতা গান ? সব এলোমেলো, ছন্দ হারা তুমি নেই বলে !!!!!! ভুলিতে পারিনা ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১:১৯ মেঘবালিকা মেঘবালিকা সাত সমূদ্র, তের নদি পেরিয়ে by বলেছ তুমি!! তোমায় নিয়ে কবিতা লিখতে চাইনা প্রিয়তম আমি। । মেঘবালিকা মেঘবালিকা ভুলে দিতে চাই, মুছে দিতে চাই তোমার ছবি তোমায় নিয়ে কবিতা লিখে হতে চাইনা? নাম না জানা কবি.। মেঘবালিকা মেঘবালিকা তোমার ছোয়ায় হয়েছে, ধন্য আমার কবিতার ছন্দ ভুলে গেলেও হয়না মনের জানালা বন্ধ । ।

মায়ের সম্পক (SHOMPORKO) ১১ ই মে, ২০০৯ রাত ১২:৪২ মা, জিজ্ঞাসিলে, কি হয়েসে? খুকা তোর গঁলে কেমন করিয়া বলিব তোমায়, পুড়িতেছি ! তুষের অনলে জ্বলে!! মা, ছলনার সূরে বলিলাম তোরে কিছুই হ্য়নি কেমন করিয়া বুঝিলে মাগো কেউত তোমায় কয়নি। । বিধি কেমন করিয়া গড়িয়াছে মা, জননীর মন মাগো আমার বুঝতে পারে গহিন বুকের দহণ । । প্রেম !!!!!!!! ০১ লা মে, ২০০৯ সকাল ১০:১৭ মেগবালিকা মেগবালিকা সাদ হয়েছিল প্রেম করেছিলম এটাই আমার শেষ এবার আমি করব বিয়ে যর রুপের বাহার বেশ।

। মেগবালিকা মেগবালিকা মাগো যারে পাএী দেকিব করব তারে বিয়ে যাবজ্জীবন কাটিয়ে দেব তরে আমি নিয়ে। । মেগবালিকা মেগবালিকা মাগো আমার বুদ্দিমতী করেনা কখনো ভুল আমার জন্য দেখেছে সুমতী ফুটন্ত গুলপ ফুল। ।

মেগবালিকা মেগবালিকা ভ্রমর কালো চোখ দুটি ওর প্রান জু্ড়ানো হাঁসি তাহার সনে করব পিরিত,বাধিব ঘর খেলব ভালবাসাবাসি । । খুশি ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১২ মেঘবালিকা মেঘবালিকা মন দিয়েছি প্রান দিয়ে দেব এটাই আমার পণ তোমার কাছে পড়েছে শুণ্য একটা মন। । মেঘবালিকা মেঘবালিকা শ্যম বরণ চেহারা তোমার মমতা দিয়ে তুলা চাদেঁর মত হাঁসি তোমার যায়না কখনও ভুলা ।

। মেঘবালিকা মেঘবালিকা সোহাগ ভরা মুখটি তোমার কমল কালো চোঁখ তাই বলেত ভালবাসায় ভরে উটে বুক......। । মেঘবালিকা মেঘবালিকা কুকিলের মত কনট তোমার মন জুড়ান হাসি সোহাগ দিয়ে আদর দিয়ে রাখব তোমায় খুশি..... । ।

সেবা ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫২ হাঁসি হাঁসি মুখটি তাহার আকাশ দেখে বলে ইসলামের'ই সেবা করে লইব মরণ কোলে। । মা'বাবার সেবা'ই আমার সাথি হবে নিত্য বিশ্ব ভূবন ঘুরে আমি গড়ব নতুন কৃত্য । । অসম্পূণ ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৭ গাইব গাইব করে..... হয়না'ত গাওয়া কোন আসরে।

আসিব আসিব করে..... হয়না'ত আসা বছরে বছরে। দেখিব দেখিব বলে .... দেখা হয়না "চক্ষু মেলে"। হয়ত হবে দেখা তোমার সনে পাছে যদি পাই স্বপনে। শুনাব কবিতা চয়নে চয়নে দেকিব তোমায় নয়নে নয়নে। ব্রতচারী ২৫ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৫৪ কবিতা'ই হোক নিত্যদিনের ব্রতচারী কবিত'ই হোক যুদ্ধের রণতরী চিওের সাথে বৃওের কথা.... জীবন সৌরভ ।

। কবিতা'ই হোক মানব বদ্ধনার হাতিয়ার কবিতা'ই হোক ভালবাসার লাল গোলাপ অশোভ শক্তির ভয়ের প্রতিক, মনুষ্য প্রবৃওি বিস্তারের আর্তনাদ অভহেলিত দের আশ্রয়......। । প্রজাপতি ২৪ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৩০ মেঘবালিকা মেঘবালিকা তুমি আছ তাই বলেত আমি বেচে আছি.... তুমি ভালবাস আর না বাস আমি ভালবাসি। ।

মেঘবালিকা মেঘবালিকা সকাল বেলার সূ্য্য দেকে হাসে সূ্য্যমূখি..... তাই বলেত তোমায় পেয়ে আমি সর্ব সুখি । । মেঘবালিকা মেঘবালিকা তুমি হলে ফুল... আমি হব তার সাথি... সব রেনুরে নিয়ে নেব আমি প্রজাপতি । । স্বপ্ন ভংগ ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১২:১০ মেঘবালিকা মেঘবালিকা তুমি আমার অহংকার তুমি আমার আশা... আমার ভালোবাসা .....।

মেঘবালিকা মেঘবালিকা রংতুলিতে একেঁছি প্রথম তোমার ছবি তোমার জন্য আমি আজ স্বঘুসিত কবি......। মেঘবালিকা মেঘবালিকা তুমি আমার আশার তরি তুমি আমার সংগ হয়েছে মোদের আশার সমাধী হয়েছে স্বপ্ন ভংগ......। মায়ের ভাষা ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৩৮ বাংলা ভাষা মায়ের ভাষা রক্ত গেল তবে এই ভাষাতেই মোদের নাম তাই'ত লিখতে হবে । বিশ্ব জুড়ে সবার মনে রব উঠেছে বলে ভাষার জন্য কোন দেশেতে রক্ত নদি খেলে বিশ্বজুড়ে জুয়ার উঠেসে বাংলা ভাষা কই? আমেরিকাতে পড়ছে এখন বাংলা ভাষার বই । বিশ্ব নাচে একুশ দেখে বাংলা ভাষা কই? সিয়েরালিয়নের সরকারি ভাষা হল'যেএখন এই।

সালাম, বরকত, রফিক, জববার বিশ্ব এখন জানে বাংলা ভাষা নাচছে এখন তাদের রক্তের রিণে। প্রার্থনা ২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৬ হে বিধাতা, আমাকে ফিরিয়ে দাও আমার শৈশব, আমার কৈশোর !!!!! হে বিধাতা, আমাকে ফিরিয়ে নাও মাতৃ ক্রোড়ে, নিষ্পাপ হতে সাধ করে !!!!!!!! হে বিধাতা, শক্তি দাও বিশ্ব জয়ের ভক্তি নাও অন্তরের !!!!!! হে বিধাতা, আমার এ বাসনা গুপ্তচরে আরজ তুমি জগদীশ্বরে !!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.