আমাদের কথা খুঁজে নিন

   

যানজট নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে মাঠে নেমেছে মিলিটারি পুলিশ

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। - সক্রেটিস

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে রাজধানীতে ক্রমেই বাড়তে থাকা যানজট নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে মাঠে নেমেছে মিলিটারি পুলিশ। গুরুত্বপূর্ণ চারটি স্থানে সকাল ৯টা থেকে তাদের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। স্থানগুলো হলো- ফার্মগেট, কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়, মহাখালী ও মগবাজার চৌরাস্তা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) শফিকুর রহমান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের সময় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে মিলিটারি পুলিশ। ঈদের সময় এ চারটি পয়েন্টে ৩২ জন মিলিটারি পুলিশ দায়িত্ব পালন করবেন। " স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সচিবালয়ে সাংবাদিকদের জানান, মিলিটারি পুলিশ ঈদের পর দুর্গাপূজা পর্যন্ত দায়িত্ব পালন করবে। রমজানে রাজধানীর রাস্তায় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাফিক বিভাগের জনবল সঙ্কট, অবৈধভাবে গাড়ি পার্কিং ও চালকদের অসচেতনতা যানজটের প্রধান কারণ বলে বলা হচ্ছে।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও ঢাকায় অসহনীয় যানজটের কথা স্বীকার করেন। তিনি সংসদে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতার কারণেই যানজট পরিস্থিতির কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে না। তথ্যসূত্র : বিডিনিউজ২৪.কম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.