আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনকার একটি সমস্যার প্রতিরোধে কঠিন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

ঢাকা শহরে যারা নিয়মিত চলাফেরা করেন তাদের কাছে সমস্যাটা প্রতিদিনকার। সমস্যাটা সিএনজি অটোরিক্সা ও ট্যাক্সি ক্যাবের সাথে সংশ্লিষ্ট। আপনি হয়তো কোথাও যাবেন, একটা খালি সিএনজি অটোরিক্সা বা ট্যাক্সি ক্যাব দেখে এর চালককে আপনার গন্তব্যের কথা জানালেন। অথচ সে নির্বিকার চিত্তে জানাল সেইখানে যাবে না। দুএকবার অনুরোধ করলে সে আপনাকে জোরে একটা ধমক দিল।

অথবা সে যেতে রাজী হল, কিন্তু সে মিটার ব্যবহার করে ভাড়া নেবেনা। সে সাধারন ভাড়ার চেয়ে বাড়িয়ে আপনার কাছে দাবী করল, আপনাকে বাধ্য হয়ে সেই ভাড়ায় রাজী হতে হল। তার সাথে সাথে তারা এচালকগন বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দেন। এর মধ্যে রয়েছে তারা মেইন রোড পর্যন্ত যাবে, এরপর যাবেনা। গতকাল এক চালক ৮০ টাকার জায়গায় ২৫০ টাকা নেয়ার পরও যাত্রীকে বলছিল, "বাচ্চা কাচ্চা নিয়ে গাড়িতে উঠেন কেন?" চালকদের দ্বারা এধরনের হয়রানির প্রতিদিনই অনেককে হতে হচ্ছে।

এটা এক ধরনের ব্লাকমেইল যা প্রতিদিনই দিনের আলোয় প্রকাশ্যে সংঘটিত হচ্ছে। এর হাত হতে নিস্তার পাওয়া প্রয়োজন। আমি এর একটা কঠিন সমাধান বের করেছি। ধরা যাক, আপনি শাহবাগ হতে মিরপুর যাবেন। খালি ট্যাক্সি দেখে চড়ে বসলেন এবং বললেন "আমি মিরপুর যাব।

" চালক বলল, "আমি যাবনা। " কিন্তু আপনি ঠায় বসে রইলেন। এবং বললেন, 'তোমার মিরপুর যাওয়ার কোন প্রয়োজন নাই। তুমি বসে থাক, আমিও বসে থাকি। মিরপুর নিয়ে গেলে তোমাকে ভাড়া দেব, নইলে দেবনা।

' আপনি বসে থাকাতে তার আর কোন প্যাসেন্জারও এল না। বাধ্য হয়ে আপনাকে সে মিরপুর পৌছে দেবে। এভাবে আপনি তাকে মিটার অনুযায়ী ভাড়া নিতেও বাধ্য করতে পারবেন। এরপরও কোন রকম বাড়তি দাবি করলে নিকটস্থ ট্রাফিক পুলিশের কাছে কমপ্লেন করার হুমকি দিলে আশা করি সে আর বাড়াবাড়ি করতে সাহস পাবেনা। সরকারের নীতিমালা অনুযায়ী মিটার না ব্যবহার করে যাত্রীদেরকে হয়রানির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

সবাই কঠোর হলে এদের ব্লাকমেইলের হাত হতে রক্ষা পাওয়া যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।