ঢাকা, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১২, ২ ফাল্গুন ১৪১৮, ২১ রবিউল আউয়াল ১৪৩৩
হোম সারা দেশ প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে পেটাল সন্ত্রাসীরা!
প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে পেটাল সন্ত্রাসীরা!
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | তারিখ: ১৪-০২-২০১২
« আগের সংবাদ পরের সংবাদ»
কুড়িগ্রাম সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে এসে ছেলেও আহত হন।
উপজেলার যতিনের হাট আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ রায় জানান, গত বছরের শুরুর দিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর তাঁর অনুপস্থিতিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম।
নতুন কমিটি তাঁকে (মনিন্দ্রনাথকে) বরখাস্ত করে।
এদিকে, এই কমিটি গঠনের বিরুদ্ধে আদালতে মামলা করেন পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুর রহমান। আদালত নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে পুরাতন কমিটিকে বহাল রাখার নির্দেশ দেন। এতে পুরোনো কমিটি তাঁকে প্রধান শিক্ষক পদে সাত দিনের মধ্যে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন। এই নির্দেশে গত রোববার দুপুরে দায়িত্ব নিতে গেলে নজরুল ইসলাম ও তাঁর সহযোগীরা তাঁর ওপর হামলা চালান।
মাটিতে ফেলে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন ছেলে লালন কান্তি রায়ও (২৮)। প্রাণে বাঁচতে তাঁরা দুজন পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, থানার ওসি মইনুল ইসলামের নির্দেশে একটি বাড়ি থেকে তাঁদের দুজনকে উদ্ধার করে তিনি হাসপাতালে ভর্তি করেন। এখন পর্যন্ত এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।