সকল অন্ধকারের হোক অবসান
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতো ছুড়ে হইচই ফেলে দেয়া ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জায়িদি সোমবার মুক্তি পেতে যাচ্ছেন। পুরো বাগদাদ আল-জায়িদিকে বীরের সম্মান দেয়ার প্রস্তুতি নিয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে জর্জ বুশ বাগদাদ সফরকালে এক সংবাদ সম্মেলনে আল-জায়িদি বুশকে গালি দিয়ে এক জোড়া জুতো ছুড়ে মারে। বুশের ইরাকনীতিকে ধিক্কার জানিয়ে আল-জায়িদি ঐ কাজটি করেন। এতে তার তিন বছরের কারাদণ্ড হয়। পরে এ সাজার মেয়াদ কমানো হয়। আল-জায়িদির মুক্তির ব্যাপারে তার উকিল ধিয়া আল-সায়িদি কোনো মন্তব্য করেননি।
আল-জায়িদি প্রকৃতপক্ষে শুধু ইরাকের নায়ক নন, তিনি সমগ্র আগ্রাসনের বিরুদ্ধে একদলা থুথু এবং সাম্রাজ্যবাদ বিরোধীদের প্রাণের পৌরাণিক বীর। জায়িদি এবং তার ১০ সাইজের জুতো যে বারবার বুশের দুঃস্বপ্নে হাজির হবে- এতো সহজেই অনুমেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।