আকা বাকা পথ
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা নিক্ষেপকারী ইরাকি সাংবাদিক মুনতাজার আল জাইদি সুইজারল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। গতকাল জাইদির জেনেভা ভিত্তিক আইনজীবী মাওরো পোগিয়া ডেইলি লা ট্রিবিউন ডি জেনেভা পত্রিকাকে এক সাক্ষাৎকারে এ কথা জানান। ১৪ ডিসেম্বর বাগদাদে এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক জাইদি প্রেসিডেন্ট বুশকে নিজের পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় হয়।
জাইদির আইনজীবী মাওরো পত্রিকাটিকে বলেন, এ মাসের শুরুতে জাইদির পরিবার ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রসের (আইসিআরসি) মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি এ সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক ফেডারেল ডিপার্টমেন্টকে (মন্ত্রণালয়) জাইদির জন্য রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্র পাঠিয়েছি।
তিনি বলেন, ইরাকে আমেরিকান আগ্রাসনের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়েও সুইজারল্যান্ড জাইদিকে আশ্রয় দিতে পারে।
আল বাগদাদিয়া টেলিভিশন চ্যানেলের সাংবাদিক জাইদিকে (২৯) সরকারি সফরকালে বিদেশি রাষ্ট্রপ্রধানের ওপর হামলার অভিযোগে ৩১ ডিসেম্বর ইরাকি কেন্দ্রীয় অপরাধ আদালতে উপস্থিত করা হয়। দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।