আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের এনার্জী কি খুব কম? পাবলিক কেন ওগুলো পান করে?

andharrat@জিমেইলডটকম

এনার্জী ড্রিন্ককে বরাবরই অপছন্দ করি, সেটা দেশী-বিদেশী যাই হোক। গত কয়েক বছর থেকে এদেশেও এই কালচার শুরু হয়েছে। আমাদের এনার্জী কি এতই কমে গেছে যে বাজার থেকে কৃত্রিম এনার্জী ঢুকাতে হবে। আমি মনে করি আমাদের এনার্জী পুরোপুরি ঠিক আছে, স্বাভাবিক খাবার খেলেই শরীরে এনার্জী তৈরী হয়। আলাদা করে এনার্জী ঢুকানোর প্রয়োজন নাই।

পানীয় হিসাবে কিছু পান করতে চাইলে প্রাকৃতিক পানীয়ই সর্বেসর্বা। যেমন: ডাব, ইক্ষু, কমলা, পেপের জুস, বেলের শরবত ইত্যাদি। এনার্জী ড্রিন্কে বাস্তবে উল্লেখযোগ্য কিছুই থাকেনা। বরং কেমিক্যাল উপাদান বেশী থাকে যেটা লিভার ও কিডনীর শত্রু হিসাবে কাজ করে। আর সেই পানীয়টা যদি হয় জীবানুযুক্ত এবং ভেজাল তাহলে ইন্নালিল্লাহির দিন দ্রুত এগিয়ে আসবে, বিন্দু-বিসর্গ সন্দেহ নেই।

পড়েন আচ্ছা আমাদের এনার্জী কি এতই কম যে আমাদের এনার্জী ড্রিন্ক পান করতে হবে? যদি আমাদের এনার্জী কমই হতো তাহলে বাংলাদেশে এতো বিশাল পরিমাণ মানুষ জন্মিল কিভাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।