আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া এনার্জী তাহলে নাসরিন হকের খুনী !

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

উত্তরবঙ্গের সি্নগ্ধ জনপত দিনাজপুরের ফুলবাড়ীকে ধ্বংসের চক্রান্ত যখন রুখে দিয়েছে মানুষ.. এলাকা ছাড়তে বাধ্য করেছে ব্রিটিশ ভূয়া কোম্পানী এশিয়া এনার্জী ঠিক তখনই এই কোম্পানীর আরো এক অপরাধের তথ্য দিয়েছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান। সোমবারের পত্রিকাগুলোয় গার্ডিয়ানের নিউজের উপর ভিত্তি করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা রীতিমত বিভিষীকাময়। কারন এমনিতেই একশন এইডের নাসরিন হকের মৃত্যুকে শুরু থেকেই রহস্যজনক বলা হচ্ছিলো। তদন্তও হয়েছে কিন্তু তেমন কোন ফল আসেনি। শেষ পর্যন্ত গার্ডিয়ান খবর দিয়েছে নাসরীন হকের মৃত্যুর পিছনেও রয়েছে এশিয়া এনার্জীর কালো হাত। তারাই ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এনজিও খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব নাসরিন হককে খুন করেছে ফূলবাড়ী বাচানোর জন্য তিনি দেশে ও বিদেশে লড়াই করছিলেন বলে। গার্ডিয়ানের রিপোর্টটি নিয়ে তদন্ত করলেই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে এবং সরকারের কেউ জড়িত না থাকলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি সরকার এর তদন্ত করবেই কারন নাসরিন হক দেশে ও বিদেশে একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। আমরাএর বিচার চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.