আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগের জন্য একটি এনার্জী ড্রিংক ( সংস্কারপন্থীদের নাগালের বাইরে রাখুন)



গত কিছুদিনে বাংলাদেশ আওয়ামীলীগের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট গেল। প্রতিষ্ঠবার্ষিকী, দলের কাউন্সিলসহ মন্ত্রীত্ব নিয়ে খেলাধুলা, মন্ত্রনালয় শূনত্য আরো অনেক কিছু। হয়ে গেল মন্ত্রী পরিষদেও রদবদল। নতুন চেহারায় ঠাসাঠাসি এখন দল এবং মন্ত্রী পরিষদে। চরম ভাগ্যবিরম্বীত হয়ে বাদ পড়েছেন দলের সিনিয়র এবং আলোচিত নেতারা।

এমনকি দেশের সবর্ত্রই যারা যারা সংস্কারপন্থী ছিলেন, মোট কথা 'স' উচ্চারন করেছেন কেউ আর মেধাতালিকায় আসতে পারেননী। 'স' বলেই সব হারাতে হয়েছিল। যাই হোক, এটা নিতান্তই একটি শুভকামনা জানানো পোষ্ট। কারন দেশের এতো বড় একটি রাজনৈতিক দলের এমন রাজনৈতিক বাক পরিবর্তনে শুভেচ্ছা না জানালেই নয়। এবং একই সাথে সতর্কীকরন, নতুনদের আগামীর জন্য।

'স' উচ্চারন করার আগে ভালোভাবে উচ্চারন শিখে নেবেন। শেখ হাসিনার 'শ' উচ্চারন করার আগেও দশবার রিহার্সেল দিয়ে নিবেন ভুলেও যাতে তা সংস্কার এর 'স' এর মতো উচ্চারিত না হয়ে যায়। আপনাদের আগামী দিন সুন্দর হোক। শক্তিবৃদ্ধি পাক। তাই আপনাদের জন্য '‌লিকুইড সূধা সদন' নামে একটা এনার্জী ড্রিংক গ্রহনের প্রস্তাব করা হলো।

খাওয়ার আগে তো অবশ্যই কেনার আগেও দেখে নেবেন পরিবারের সবার ছবি আছে কি না? *** সংস্কারপন্থীদের নাগালের বাইরে রাখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.