অন্ধকার থেকে যেন বের হতেই পারছে না দেশের ক্রীড়াজগত । একের পর এক দুঃসংবাদ ,পরাজয় এর খবর ই শোনা যাচ্ছে ।
হকি : মাত্র কয়েকদিন আগেই জ্বলে উঠেছিল বাংলাদেশ জাতীয় হকি দল । ভারতের মাঠে ভারতকে পরাজিত করেছিল তারা । দলগত ভাবে ভাল খেলা ,সাথে জিমি'র ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল দেশের ক্রীড়াপ্রেমীরা ।
দেশে ফেরার পর কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে হকিতে অচলাবস্থার সৃষ্টি হয় । খেলোয়াড় ,কর্মকর্তা ,ক্লাব সবার মাঝেই মনোমালিন্য তৈরি হয় । অবশেষে এই অচলাবস্থা কাটলেও যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছিল । ফলাফল এশিয়া কাপ হকিতে ৪ ম্যাচে ২৫ গোল হজম । ৮ দলের মাঝে ৭ নাম্বার ।
ফুটবল : আজকে নেপালের বনাম বাংলাদেশের খেলা যারা দেখেছেন তাদের আর কিছু বলা লাগবে না । ২-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল । পরাজয় হতেই পারে কিন্তু এত বাজে ভাবে পরাজয় মেনে নিতে পারি না । খেলার কোন অংশই বাংলাদেশের পক্ষে ছিল না ।
দাবা : দাবা বিশ্বকাপেও বাংলাদেলের প্রতিনিধি (নামটা ভুলে গেছি) পরাজিত হন ।
:-(
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।