আমাদের কথা খুঁজে নিন

   

জাস্টিন বিবার [ পপ তারকা ]

পপ তারকাদের নাম আসলেই ধনকুবের জাস্টিন ড্রিউ বিবারের নামটা উঠে আসে। কানাডিয়ান এই সংগীতশিল্পী ২০০৮ সালে ইউটিউবের এক ভিডিও রিলিজের পরপরই তারকা বনে যান। এরপর বিবারের প্রতিভা স্কুটার ব্রাউনের নজরে আসে। এরপর স্কুটার ইউটিউবে বিবারের মিউজিক ভিডিওতেও অভিনয় করেন। খুব অল্প সময়েই বিবার রেমন্ড ব্রাউন মিডিয়া গ্রুপ-এর সঙ্গে চুক্তি করেন।

বিবারের উত্থানের পেছনে আইল্যান্ড রেকর্ডের সঙ্গে চুক্তির কথাটিও উঠে আসে। বিবারের প্রথম একক সংগীত 'ওয়ান টাইম' ২০০৯ সালে বিশ্বব্যাপী প্রকাশিত হয় এবং কানাডায় শীর্ষস্থান দখল করে। গানটি অন্যান্য দেশেও ব্যাপক জনপ্রিয় হয়। তার প্রথম অ্যালবাম মাই ওয়ার্ল্ড ২০০৯-এর ১৭ নভেম্বরে প্রকাশিত হয় এবং যুক্তরাষ্ট্রে এটি প্লাটিনাম সনদে ভূষিত হয়। বিবারই প্রথম শিল্পী যার প্রথম অ্যালবামের সাতটি গান বিলবোর্ডে হিট থাকে দীর্ঘ সময়।

অ্যালবামটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে এবং বেশ কয়েকটি দেশ শীর্ষ দশে স্থান করে নেয়। এই অ্যালবামের বেবি গানটি বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য অর্জন করে। গানটির মিউজিক ভিডিও এখন পর্যন্ত সবচেয়ে সর্বাধিক প্রদর্শিত, আলোচিত এবং অপছন্দিত ইউটিউব ভিডিও। বিবারের পরবর্তী অ্যালবাম নেভার সে নেভার দ্য রিমিঙ্সে। এটি প্রকাশিত হয় ১৪ ফেব্রুয়ারি ২০১১ সালে।

জাস্টিন বিবার গেল কয়েক বছরে অসংখ্য পুরস্কার ও সাধুবাদ অর্জন করে। ২০১০ সালে অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এ বিবার বর্ষসেরা শিল্পীর পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তিনি ৫৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডস-এ শ্রেষ্ঠ নবীন শিল্পী ও বেস্ট পপ ভোকাল অ্যালবাম পুরস্কার দুটির জন্য মনোনীত হন। বিবারের সংগীত, চিত্র ইত্যাদি বিশ্বব্যাপী আলোচনা, সমালোচনা ও বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে। জাস্টিন বিবার ১৯৯৪ সালের ১ মার্চ কানাডার অন্টারিওর লন্ডনে জন্মগ্রহণ করেন।

শৈশবে বিবার হকি, সকার এবং দাবাতে আগ্রহী ছিলেন। সেই সময় তার সংগীতের প্রতি উচ্চাকাঙ্ক্ষা জন্মে। বিবার নিজে নিজে গিটার, ড্রাম, পিয়ানো বাজানো শেখেন। সম্প্রতি ভক্তদের থুতু ছিটিয়ে এবং বেশ কয়েকবার ভক্তদের গায়ে হাত তুলে সমালোচিত হয়েছেন এই তারকা।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.