আমাদের কথা খুঁজে নিন

   

খলনায়ক হতে চান জাস্টিন

যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট মেট্রো জানিয়েছে, ৩২ বছর বয়সী টিম্বারলেকের সবচেয়ে প্রিয় খলনায়ক হল ব্যাটম্যানের ভিলেন ‘দ্য রিডলার’। আর তিনি অন্য যে কোনো চরিত্রের চেয়ে এই চরিত্রটিতেই অভিনয়ে অনেক বেশি আগ্রহী।
জাস্টিন জানান, রিডলার ছিলেন একজন সাইকপ্যাথ এবং বদ্ধ পাগল। আর যদি তিনি কখনও কোনো পাগলের চরিত্রে অভিনয় করেন, তবে এই চরিত্রতেই অভিনয় করতে চান তিনি।
বড়পর্দায় এর আগে ১৯৯৫ সালে ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় দেখা গিয়েছিল ‘দ্য রিডলার’ চরিত্রটিকে; যেখানে অভিনয় করেছিলেন জিম ক্যারি।


এদিকে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ব্যাটম্যানের গথাম সিটি এবং সুপারম্যানের মেট্রোপলিস দুটি শহরের দৃশ্যই চিত্রায়িত হবে আমেরিকার ডেট্রয়েট শহরে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০১৪ সালের প্রথম দিকেই কাজ শুরু হবে ‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়েলের। তবে সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের জুলাইতে।
পরিচালক জ্যাক স্নাইডারের এই সিনেমায় হেনরি কেভিল এবং বেন অ্যাফ্লেক থাকবেন যথাক্রমে সুপারম্যান এবং ব্যাটম্যান হিসেবে। বাকি কলাকুশলীদের কারও নাম এখনও চূড়ান্ত করা না হলেও শোনা যাচ্ছে ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত ব্রায়ান ক্রানস্টন থাকবেন লেক্স লুথরের চরিত্রে।

  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.