আলবাট্রোস
পপস্টার জাস্টিন বিবার কিছুদিন আগে তার এক বন্ধুর কাছে বলেছিলেন যে, তার প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে তাদের সম্পর্কের কথা। এমনকি তিনি এটাও বলেছিলেন যে, সেলেনা তার কুমারিত্ব হারিয়েছে জাস্টিনের কাছে। তাদের যৌনতার বিষয়ে এ গোপন তথ্য ফাঁস করেছে টাইমস অফ ইন্ডিয়া।
জাস্টিন ও সেলেনার সম্পর্কের কথা প্রথম প্রকাশিত হয় ২০১১ সালে। সে বছরে তারা একসঙ্গে একটি ছুটিও কাটান।
১৯ বছর বয়সি জাস্টিন তার সেই বন্ধুকে বলেন, সেই বিরতির সময়েই সেলেনা প্রথমবারের মতো তার সঙ্গে যৌনতায় সম্মতি জানান।
সেই বন্ধুটি পরে রেডার অনলাইনে বলেন, জাস্টিন আমাকে বলেছে, ‘আমি জানি সে আমাকে ভালোবেসেছিল এবং তার কুমারিত্ব আমাকে দিয়েছিল। ’ এসময় তার মাঝে কোনো দুঃখবোধ বা লজ্জাবোধ দেখা যায়নি।
সূত্র জানিয়েছে, ‘সে সময়টি ছিল ২০১১ সালের গ্রীষ্মকাল। তারা পাম স্প্রিংস-এ উড়ে গিয়েছিল দুদিনের জন্য।
সেখানে তাদের থাকার একটি প্রাইভেট স্থানও ছিল। ’
সূত্র আরও জানিয়েছে, ‘সে সফরের উদ্দেশ্য ছিল ১০০ ভাগ সেলেনা নির্ভর। তিনি সেসময় জাস্টিনের প্রেমে বিভোর ছিলেন এবং তার সঙ্গে যৌনতায় সম্মতি জানিয়েছিলেন। ’
তবে সম্প্রতি তাদের সম্পর্কে অবনতি হয়েছে। সূত্র জানিয়েছে, ‘সেলেনা দুঃখিত এবং রাগান্বিত।
জাস্টিন তার সঙ্গে খেলেছে বলেও অভিযোগ তার। ’
খবরের লিংক
আজ হরতাল ডে । আমাদের অলস মস্তিষ্ক কিছু সময় পেলো ২ মিনিট ভাবার । আমাদের সাংঘাতিক সাংবাদিকরা এই টাইপের খবর দিয়ে দিয়ে হোম পেইজ ভরিয়ে দেয় । আর বেশির ভাগ সময় পাবলিকের গালি গালাজের সম্মুখিন হয় ।
" কি রে বেডা , কি খবর দিছো ? " কিন্তু উপরের খবরের মধ্যে আছে পুচকি এক ছেলে তার প্রেমিকার সংগে সময় কাটানোর সময় মেয়েটা তার জীবনের প্রথম সেক্স তার সংগেই করেছে ।
কথা হল তোমরা বিদেশি সেক্স করবাই , এতে আমরা অবাক হইনা । আমাদের দেশে বিবাহ না কইরা এসব হইলেও অবাক হইনা
ব্যাপার খানা হইলো কোন খানে নাই , ছেলেটা তার কুমারত্ব বিসর্জন দিয়েছে মেয়েটার কাছে । ছেলেটা জীবনের প্রথম সম্পর্ক কি মেয়েটার সংগে ছিল ? এটা যদি মেয়েটার জন্য লজ্জা জনক হয় , ছেলেটা এটা বুক ফুলিয়ে প্রচার করছে তার কি লজ্জা নাই ?
নাকি তাদের লজ্জা থাকতে নাই ।
ধরলাম বিদেশি সমাজ ব্যবস্থায় কিসের লজ্জা ।
তো আমাদের দায়িত্বশীল সাংবাদিক রা এ ধরনের নিউজ , যেখানে নারীর কুতসা রটনার উপর গুরুত্ব দেয়া হইছে সেটা কিভাবে প্রচার করতে থাকে ?? টাইমস অফ ইন্ডিয়ার খবর প্রচার করতে করতে খারাপির দিক দিয়া দেশ কে তারা ভালই এগিয়ে নিয়ে যাচ্ছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।