হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo C1
দেশের বাজারে ধারাবাহিকভাবে Primo সিরিজের ডিভাইসগুলো এনে এরই মাঝে বেশ আলোচিত হচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন।
চলুন এবার দেখে নেয়া যাক কী আছে Walton Primo C1 এই ডিভাইসে।
এক নজরে Walton Primo C1
NetworK: 2G (GSM/GPRS/EDGE 900/1800MHZ)
সিপিইউ: ১ গিগাহার্জ সিঙ্গেল কোর প্রসেসর
জিপিইউ: Mali-300 জিপিইউ
ডিসপ্লে: ৩.৫ ইঞ্চি TFT ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
রেজলুশন: HVGA (৩২০X৪৮০), ১৬৫ পিপিআই পিক্সেল ডেনসিটি
র্যাম: 256 মেগাবাইট (225 এমবি ইউজার অ্যাভেইল্যাবল)
স্টোরেজ: ইন্টারনাল রম 512 জিবি (180 এমবি ইউজার অ্যাভেইল্যাবল), ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা
ক্যামেরা: ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা,
ব্যাটারী: 1350 mAh
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 2.3 (Gingerbread)
Service: Wi-Fi 802.11 b/g/n, WLAN, Hotspot, MMS
Application:Facebook, Kingsoft Office, Adobe Reader, Skype
Bluetooth: Bluetooth 2.1
কোয়ালিটি ও ডিজাইন
Walton Primo C1 ফোনটির বিল্ড কোয়ালিটি আর দশটা সাধারণ এন্ট্রি লেভেল ফোনের মতই। সম্পূর্ণ বডি প্লাস্টিকের তৈরি, কালো রঙের ফ্রন্ট পার্ট ও Three Different color back cover free– Black, Gray, Yellow
ডিসপ্লের উপরের দিকে রয়েছে spiker। উপরে রয়েছে পাওয়ার/লক বাটন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক।
বামপাশে রয়েছে ভলিউম রকার এবং ডানপাশটা খালি.
পিছনে উপরের দিকে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং লাউডস্পিকার গ্রিল। ফোনটি ব্যবহার করে প্লাস্টিকি ফিল পাওয়া যাবে, এছাড়া পিচ্ছিল ব্যাক কভার হওয়ায় আপনাকে ব্যবহারে খানিকটা সাবধানতা অবলম্বন করতে হতে পারে।
ফোনটির দৈর্ঘ্য 116 মিলিমিটার, প্রস্থ ৬2 মিলিমিটার এবং পুরুত্ব 12 মিলিমিটার।
Weight: 112.17g
ডিসপ্লে ও টাচ রেসপন্স
Walton Primo C1 ফোনটিতে দেয়া হয়েছে ৩.৫ ইঞ্চি প্রশস্ত HVGA রেজলুশনের TFT ক্যাপাসিটিভ টাচের ডিসপ্লে। এর ডিসপ্লে ব্রাইটনেস বেশ ভালই .আর আপনি টুকটাক এইচডি গেমস ও ভিডিও চালানোর স্বাদ তো এতে পাবেনই।
এছাড়া সেটটিতে যেহেতু ক্যাপাসিটিভ টাচ ব্যবহার করা হয়েছে তাই এর টাচ রেসপন্স যথেষ্ট ভালই। এর সবরকম ইন্টারফেসে ঘুরে বেড়ানোর সময় টাচে কোন ল্যাগ অনুভুত হয়নি। আর গেমিং এর জন্য আকার ছোট হলেও টাচ রেসপন্সের দিক দিয়ে কোন সমস্যা সময় তাই ডিসপ্লে কোয়ালিটি আপনার মন ভরাতে না পারলেও টাচ রেসপন্স ঠিকই আপনাকে খুশি করবে।
ইউজার ইন্টারফেস
Walton Primo C1 এর ইউজার ইন্টারফেসে স্টক (Gingerbread) অ্যান্ড্রয়েডের চাইতে খুব বেশি একটা পরিবর্তন আনে নি। ফোন প্রথমবার অন করার পর হোমস্ক্রিনের উপরে পাবেন একটি স্টিকি সার্চ উইজেট আর ডকবারে 6 টি অ্যাপ শর্টকাট।
ডিফল্ট লঞ্চারটিতে আপনি 1টি হোমপেজ ব্যবহার করতে পারবেন। অ্যাপ ড্রয়ারে অ্যাপ্লিকেশনগুলো ৪x৪ গ্রিডে সজ্জিত.
ক্যামেরা
Walton Primo C1 এর মূল বা রিয়ার ক্যামেরা হিসেবে দেয়া রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা, যেটিতে আপনি বেশ ভাল মানের ছবিই পাবেন।
অডিও-ভিডিও
Full Multimedia
বেঞ্চমার্ক
Scores-3547
একটি ডিভাইসের প্রকৃত ক্ষমতা যাচাই করতেই মূলত বেঞ্চমার্ক করা হয়ে থাকে। Walton Primo C1 এর সিপিউ ও জিপিইউ এর সক্ষমতার তুলনায় এর রেজুলেশন অনেক কম হওয়ায় এটি মোটামুটি মানের বেঞ্চমার্ক স্কোর করতে পেরেছে।
ব্যাটারি ব্যাকআপ
Walton Primo C1 ফোনটিতে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে 1350 mAh ক্যাপাসিটি যুক্ত শক্তিশালী ব্যাটারি।
ডিভাইনপি থেকে আপনি অনায়াসেই মাঝারী নেট ব্রাউজিং (2G), টুকটাক গেমিং, মিউজিকসহ মোটামুটি ১ দিন ব্যাকআপ আশা করতে পারেন।
তবে খুব সাধারণ ব্যবহারে আপনি ২ দিন পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন।
কানেক্টিভিটি, সেন্সর ও অন্যান্য
Walton Primo C1 ফোনটিতে বাজারের অন্যান্য ফোন গুলোর মত কানেক্টিভিটি সুবিধাই বিদ্যমান। এতে 2G, ওয়াইফাই, ব্লুটুথ ও নানারকম সুবিধা রয়েছে, রয়েছে ইউএসবি কানেক্টিভিটির জন্য রয়েছে মাইক্রোইউএসবি ২.০ পোর্টও। হেডফোন কানেক্ট করার জন্য এতে রয়েছে প্রচলিত ৩.৫ মি.মি হেডফোন জ্যাক।
এছাড়া অ্যান্ড্রয়েডের জরুরী সব সেন্সর, যেমন:Accelerometer, Gravity Linear Acceleration,Rotation Vector, Sound , সেন্সর এই ফোনটিতে বিদ্যমান।
দেশের স্মার্টফোন বাজারে 4-8 হাজার টাকার বাজেটের ক্রেতার সংখ্যাই অনেক বেশি। আর তাদের কথা চিন্তা করেই ফোন কোম্পানী এই রেঞ্জের হ্যান্ডসেটের দিকে এখন নজর দিচ্ছে।
আপনি যদি ভাবা শুরু করেন এই স্পেসিফিকেশন তো আপনার বাজেট ক্রস করে যাবে, তাহলে আপনার জন্য রয়েছে চমক। কারণ Walton Primo C1 ফোনটি আপনি পাচ্ছেন মাত্র 4290 টাকায়।
তাই সবদিক বিবেচনা করে বেশ কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও 4290 টাকার Walton Primo C1 এখন পর্যন্ত এই বাজেটের সেরা পছন্দগুলোরই একটি।
আপনার মনে হয়ত অনেক প্রশ্ন জাগছে যেমন এত কম দামে জিনিস ভাল পাব তো? কিংবা পারফরম্যান্স খারাপ হবেনা তো? এসব প্রশ্নের উত্তরের জন্যই আমাদের আজকের রিভিউ। বর্তমান বাজারে থাকা একই রেইঞ্জের আমাদের বেশ কয়েকটি ডিভাইস রয়েছে যার মাঝে Walton Primo D1, Walton Primo C1 ডিভাইসগুলো অন্যতম.
ডিভাইসের দাম কম হলেও আপনি যে অন্তত এই দামের সমপরিমাণ কোয়ালিটি পাবেন সেটি অনেকটা নিশ্চিত। তাই আপনার বাজেট কম হলে আপনি দেশীয় ব্র্যান্ডএর ফোনগুলো চাইলে কিনতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।