আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "
যতবড় ব্যবসায়ী
তত বড় জচ্চোর
গরীবের রক্ত চুষে
যাঁতা কলে মারে পিষে
জীবনভর চশমখোর
গরীবের রক্তচোর।
অল্প লাভে পোষায় না
দশগুন লাভ চাই তার
গরীবের রক্ত বেঁচে
গুলশানে খুলে বার।
মস্তবড় ভুড়ি,লম্বা জিহবা তার
দেখতে যেন তরবারি
গরীবের রক্ত চেটে খায়
যেন মজার তরকারি।
এতো খায় তবু কুলাই না তার
ওভারটাইম,পেনশন,গ্র্যাচুয়্যাটি
এবার খাবে গরীবের ঈদের বোনাস
ভীষন এক আবদার।
সুদখোর দাদন ব্যবসায়ী
যতসব আরৎদারের সিন্ডিকেট
করছে এদেশ ছাড়কার ।
তিন বেলার খাদ্য
শুধুমাত্র গরীবের রক্তই
তাদের দরকার।
গরীব মরে পাইকারীতে
খুচরাতে হয় ঘোষনা
ব্যবসায়ী দাফনে যায়
আহা হা 'ভালো মানুষ সে যে '
দুমুখো সান্ত্বনায়
করে বিশ্রী কামনা।
মিছিল হয়,মিটিং হয়
'দাম কমাও',গরীব বাচাঁও'
সাহসে বুক বেঁধে বাঁচে গরীব,
'আনন্দে মরে এই ছলে'
গর্ভভরে ব্যবসায়ী বলে," মিডিয়া ,সরকার তো আমাদের"
গরীবের পিন্ড যায় গঙ্গার জলে।
ভুখা নাংগা এদেশবাসী
মরে,গলে ,পুড়ে হয় ছাই
ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে
মরে ও শান্তি নাই।
দুর্নীতি দমনে
রয়েছে সরকার তৎপর
'চোরে চোরে মাসতুতো ভাই'
গরীব মরে অত:পর।
কোথায় ভ্যানগার্ড,কোথায় লাল কাস্তে
টিসিবি ঘুমায় নিরর্থক !
সব শালা গেছে চুলোয়
মুখে শুধু...............................
'গরীবের ওয়াস্তে' । 'গরীবের ওয়াস্তে' ।
গরীবের হাড় চিবানো
নিষ্ঠুর , আধুনিক এই সভ্যতা
'গরীবের ঘারে চলো
তবু ও গরীব মারো',
এ কী ধরনের ভব্যতা।
উপযোগ: দেখুন ভালো অবশ্যয় আছে, তবে তা আমার দেখার সৌভাগ্য খুব কম হয়েছে,আমরা যখন ভীন দেশ হতে আমদানী করি তখন আমাদের উৎপাদিত পন্যের দাম কমে। সারা বছর কাজ করে গরীব চাকুরে, ঈদের বোনাস নিয়ে হয় টানাটানি, আমি তাদের পরিবারের অংশ হিসাবে উপরোক্ত কথাগুলো বলছি।
যদি কেউ কষ্ট পান তবে ,ওদের বোনাসের টাকাটা দিয়ে দিয়েন , আমি শান্তি পাবো।
নতুবা আমাকে শাস্তি দিন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।