কথা হচ্ছিল গিন্নির সাথে।
উত্তরা-টংগী হতে মতিঝিল গিয়ে অফিস করার ঝক্কির কথা। নিয়মিত যাতায়ত করবার কথা। ২+২=৪ ঘন্টা বাসে কাটানো কোন ব্যাপার না আপ-ডাউনে।
মুশকিল হলো অতি অতি অতি জরুরি কল, তা হতে পারে মিটিং, বা টেন্ডার সাবমিট, বা এমন কাজ যা করার জন্য ১০ মিনিট সময় আছে বা দেয়া হল বা পাওয়া গেল ।
এই ১০ মিনিট মানে লাখ বা কোটি টাকার লাভ বা অতি মর্যাদার ঘটনা যা টাকার বিবেচনায় আসে না।
এমন সময়ের জন্য কি ব্যবস্হা করা যেতে পারে।
গিন্নির মুহুর্তেই বুলেট উত্তর- " কেন ছোট ছোট প্লেন "
উনার কথা এমনেতেই কেন জানি মাটিতে ফেলতে পারি না , মনে হল একথাও কেন যেন লাখ কথার এক কথা হইসে !
ছোট ছোট সেসনা বা এ জাতীয় বিমান ব্যবসায়িক ভাবে চালু হতে পারে অতি জরুরি কাজের জন্য।
এক্ষেত্রে মতিঝিলের আশেপাশে ছোট বিমানবন্দর বেসরকারিভাবে বানানো যেতে পারে ( বিভিন্ন উপায় আছে)।
বলতে পারেন এত সমস্যার কথা থাকতে সমাধান না দিয়ে নতুন কি প্যাচাল !!
তবে বলছিলাম নতুন ব্যাবসার নতুন সম্ভাবনার কথা।
( বিনিয়োগ যারা করতে পারবে তারা নিজেরাও এ সার্ভিসের পূর্ণ ব্যবহার করতে পারে , কারন নিশ্চয় অঢেল বিনিয়োগের ব্যপার। )
এবার আওয়াজ লাগান যারা রাজি আছেন।
এই ফাকে কিছু পেশাদার বৈমানিক তৈরী করা গেল। নতুন বৈমানিকও তৈরী করা গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।