আমাদের কথা খুঁজে নিন

   

দেশের পোশাক শিল্পে অসন্তোষের নেপথ্যে কি BGMEA নিজেরাই???



ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে তিন হাজার কোটি টাকা চেয়ে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ। একই সঙ্গে শ্রমিকদের বেতন-বোনাস দ্রুত দিয়ে দেওয়ার জন্য পোশাক শিল্প-মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ব্যবসা খারাপ হওয়ার কারণ দেখিয়ে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের মন্দা মোকাবেলায় পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে তিন হাজার কোটি টাকা চেয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি সালাম মুর্শেদী তখন বলেছিলেন, ব্যবসা ভালো না হওয়ায় ৪০ শতাংশ পোশাক কারখানা মালিক ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবে না। শ্রমিকরা বেতন-বোনাস না পাওয়ায় পরিস্থিতি অস্থিতিশীল হলে তার দায়িত্ব তারা নেবে না বলেও জানিয়েছিলেন মুর্শেদী।

বেতন-বোনাস না পাওয়ার আশঙ্কা থেকে স¤প্রতি বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল-সমাবেশ করে। ওই সংবাদ সম্মেলনের চার দিনের মাথায় সোমবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বিজিএমইএ ভবনে সাংবাদিকদের বলেন- আসলে মন্দায় আমাদের যে ক্ষতি হয়েছে, মনের সেই কথাটাই আমরা বলতে চেয়েছিলাম। কিন্তু হতাশায় আমাদের 'এক্সপ্রেশন' (আচরণ) চেঞ্জ হয়ে গিয়েছিল এবং ল্যাঙ্গুয়েজে কিছু ভুলভ্রান্তি হয়েছে। গত ৩০ বছরে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে এ শিল্প গড়ে উঠেছে মন্তব্য করে মহিউদ্দিন আরো বলেন, "গত কয়েকমাস ধরে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুমাসে প্রবৃদ্ধি কমেছে।

তাই এ শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহযোগিতা দরকার। এ সহযোগিতাকে আপনারা ভিক্ষা বলতে পারেন। বিজিএমইএর বিরুদ্ধে সরকারকে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে বিভিন্ন মহলে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিজিএমইএ-র বক্তব্যের সমালোচনা করেন। এখন নানা মহল থেকে বিজিএমইএর আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠছে।

কেউ কেউ প্রশ্ন করছেন – গত কিছুদিন পোশাক শিল্পে যে অস্থিরতা- যে শ্রমিক অসন্তোষ তা কি বিজিএমইএর তৈরি কিনা। অনেকে বলছেন এটা অসম্ভব কিছুনা। তারা বলছেন গার্মেন্ট ব্যবসায়ীরা যখন অতিরিক্ত ব্যবসা করেন তার ভাগ কি শ্রমিকদের দেন- নাকি সরকারকে দেন? তাহলে লোকসানের ফিকির তুলে সরকারকে ব্ল্যাকমেইল করার এই চেষ্টা কেন? বেতন বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ হলে দায়িত্ব তারা নেবেন না বলে বিজিএমইএ সভাপতি প্রকারান্তরে শ্রমিক অসন্তোষেরই উস্কানী দিয়েছিলেন। সরকারের উচিত নয়কি - বিষয়টি ভালভাবে তদন্ত করা????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.