ফরমালিন দেয়া চোখগুলো দেখি। জ্যোতি নেই। কোথায় গেলো জ্যোতি !
জানতে চাই। উত্তর পাই না। উড়ে গেছে মধ্যাকর্ষণ শক্তি।
পাঁজর ভেঙে
গেলে পাখিরাও ডানা ঝাপটায়। আর মানুষ, সে তো ধীর জীব। দাঁড়াবে
বলে পৃথিবীতে এসেছিল ! আচ্ছা যারা কখনও ই দাঁড়াতে পারে না ,তাদের
গতি কোথায় গিয়ে ঠেকে ? কেউ কি তাদেরকে এগিয়ে নেয় ? না-নেয় না।
নিলে বিশ্বমন্ডলটা অন্যরকম হতো। বদলে যাবার কিংবা বদলে দেবার কথা
সাজিয়ে রাখি আমরা ড্রয়িং রুমে।
আর যারা জীবন কে ড্র করতে ছুটে
পোষ্টাপিসে তারা একটা সিলমোহর চায়। বিলি হতে চায়। এই মাটি ছেড়ে
অন্য কোথাও । একটা ডাইভার্সিটি ভোর । একটা দূরের বিলবোর্ড ।
যা
দুহাত বাড়িয়ে স্বাগত জানায় ...... ওয়েলকাম টু লস এন্জেলেস ।
ছবি - সোওন্নি তৌফিক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।