আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীর পাশে এম. সাইফুর রহমানকে চিরনিদ্রায় সমাহিত



শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান। চোখের জলে মহান এ নেতাকে শেষ বিদায় জানালো শোকার্ত সিলেটবাসী। সোমবার দুপুর ১টায় সিলেট নগরীর শাহী ঈদগায় চতুর্থ ও বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি বাহারমর্দনে পারিবারিক গোরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাইফুর রহমানের লাশ নিয়ে আসা হলে সর্বসত্মরের মানুষ তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে বর্ষিয়ান নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের লাশবাহী এম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-শ ১১-০৩২১) সিলেট এসে পৌঁছায়। লাশের সাথে সাইফুর রহমানের ছেলে নাসের রহমান, কায়সার রহমান ও শফিউর রহমান ছাড়াও খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহ ও সাবেক মন্ত্রী আবদুলস্নাহ আল নোমান সিলেট আছেন। সাইফুর রহমানের লাশের কফিন প্রথমে রাখা হয় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে সেখানে আগ থেকেই অপেÿমান ছিলেন হাজার হাজার মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পÿ থেকে সাইফুর রহমানের কফিনে পুষ্পসত্মবক অর্পণ করা হয়।

এছাড়া সর্বসত্মরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন মহান এ নেতার প্রতি। দুপুর ১২টা ৫০ মিনিটে শহীদ মিনার থেকে কফিনবাহী এম্বুলেন্সটি পৌঁছায় শাহী ঈদগাহ মাঠে। সেখানে অনুষ্ঠিত হয় তার চতুর্থ নামাজে জানাযা। দুপুর সোয়া ১টায় অনুষ্ঠিত নামাজে জানাযায় ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান। জানাযায় নামে শোকার্ত মানুষের ঢল।

এতে অংশ নেন দল-মত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষ। জানাজার নামাজের পূর্বে শাহী ঈদগাহ মাঠে এক সংক্ষিপ্ত শোক সভার আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্ঠা আসম হান্নান শাহ, সাবেক মন্ত্রী আবদুলস্নাহ আল নোমান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আনম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী, সিলেট জামায়াতের দায়িত্বশীল ডা. শফিকুর রহমান, সাইফুর রহমান তনয়, কায়সার রহমান প্রমুখ। আ স ম হান্নান শাহ্ তার বক্তব্যে বলেন, সাইফুর রহমান শুধু সিলেটের নয়, সারা দেশের গর্ব ছিলেন। তিনি যে শুধুমাত্র সিলেটের উন্নয়ন করেছেন তা নয়, তার হাতের ছোঁয়ায় সারা দেশে উন্নয়ন হয়েছে।

তার মতো দÿ ও বিচÿণ আরেকজন অর্থনীতিবিদ সারা বিশ্বে খুঁজে পাওয়া দুস্কর। আব্দুলস্নাহ আল নোমান বলেন, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি থেকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। তিনি যে বিএনপির অর্থমন্ত্রী ছিলেন তা নয়, তিনি ছিলেন দেশের অমূল্য সম্পদ। মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সাইফুর রহমান উন্নয়নের জন্য সিলেটবাসীর মনের মাঝে বেঁচে থাকবেন। তার কর্মকান্ডে সিলেটবাসী তাকে আজীবন স্মরণ রাখবে।

সাইফুর রহমানের ছেলে কায়সার রহমান টিটু পিতার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। জীবদ্দশায় সাইফুর রহমানের কোন ভুল হয়ে থাকলে সেজন্য ক্ষমাও চান তিনি। এদিকে শাহী ঈদগাহে নামাজে জানাযা শেষে সাইফুর রহমানের লাশ সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার শেষ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেও নামে শোকার্ত মানুষের ঢল।

সাইফুর রহমানের কফিনের পাশে এ সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। জানাযার নামাজে ইমামতি করেন বাহারমর্দন জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান। পরে তাকে গ্রামের বাড়ি বাহারমর্দনে পারিবারিক গোরস্থানে স্ত্রী দুররে সামাদ রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.