আমাদের কথা খুঁজে নিন

   

ছবিগুলো এঁকেছেন এডলফ হিটলার

সকল অন্ধকারের হোক অবসান
........ কার ঘরে কয়জন বসত করে তা বলা মুশকিল। রবীন্দ্রনাথের ভেতর যেমন কবি বাস করেন, তেমনি একজন সঙ্গীত আয়োজক, গীতিকার। এবং একজন চিত্রকরও। মানুষের এই যে ভিন্ন ভিন্ন রূপ তা সত্যিই বিস্ময়কর। আর এই বিস্ময় আরো বেড়ে যায় যখন দেখি ফ্যাসিস্ট হিটলারের ভেতর একজন চিত্রশিল্পী বাস করতেন।

যাঁর আঁকার হাত এক কথায় অসাধারণ। জার্মানিতে আর্টিস্ট হিটলারের বেশ কিছু চিত্রকর্ম উঠানো হয়েছে নিলামে। ৪২ হাজার ইউরোতে বিকিয়েছে ৩ টি ছবি। ধারণা করা হয় হিটলার ছবিগুলো আঁকেন ১৯১০ সাল থেকে ১৯১১ সালের মধ্যে। হিটলার তখন চিত্রশিল্পী হওয়ার বাসনায় বিভোর।

কেন যে সেই স্বপ্নই তাকে তাড়িয়ে বেড়ালো না আজীবন!! তাহলে পৃথিবীর মানুষকে হয় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতে হতো না। কিন্তু পুঁজিবাদী পৃথিবীতে কেউ না কেউ অবশ্য হিটলারের স্থান পূরণ করতই। আন্তর্জাতিক বাজার দখল বলে কথা।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।