Confusion is a divine entity.......
Dire Straits এর সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। Sultans of Swing এ Mark Knopfler এর দুর্দান্ত গিটার বাদন শুনে প্রথমত আকৃষ্ট হয়েছিলাম। তারপর থেকে তাদের অনেক গান শুনেছি। রক মিউজিক কে Dire Straits এক নতুন মাএা দান করেছে তাতে কোন সন্দেহ নেই।
Brothers in Arms গানটি Brother in Arms এলবামের টাইটেল ট্র্যাক।
গানটির কথা ও সুর করেছেন ব্যান্ড এর ভোকাল লিড গিটারিস্ট Mark Knopfler । অসাধারন লিরিক, আবেগময় মেলডিয়াস গায়কি, এবং soulful গিটারওয়াক সব মিলিয়ে গানটিকে পূরণতা দান করেছে। বিশেষত গিটার প্লেয়িং অসম্ভব মেলডিয়াস। গানটির লিরিক্স থেকে দুই লাইন এখানে তুলে দিচ্ছিঃ
“There's so many different worlds
So many different suns
And we have just one world
But we live in different ones”
সব মিলিয়ে আমার কাছে মনে হয় আমার শোনা কয়েকটি ভাল গানের মাঝে Brothers in Arms অবশ্যই থাকবে। আগ্রহীরা গানটি শুনে দেখতে পারেন।
লিংক দিয়ে দিলাম:
http://hbronner.org/Music1200/Dire Straits2/BrothersinArms.mp3
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।