আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে নদীতে ডুবে তাবলিগ জামায়াতের দুই মুসল্লির মৃত্যু



দিনাজপুরে কাকড়া নদীতে ডুবে তাবলিগ জামায়াতের দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলেন- সিরাজগঞ্জ জেলা সদরের রফিকুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (২৪) এবং কাজীপুর গ্রামের চানমিঞার ছেলে এবিএম নাজমুল হুদা (২৫)। শুক্রবার সকালে চিরিরবন্দর এলাকায় তারা দুজন গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় বলে জানিয়েছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম। সিরাজগঞ্জ থেকে তাবলিগ জামায়াতের একটি দলের সঙ্গে মাহমুদুল ও নাজমুল শুক্রবার সকালেই চিরিরবন্দরের জয়পুর মাদ্রাসায় এসেছিলেন। ওসি সামিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৭টার দিকে দলটি জয়পুর মাদ্রাসায় আসে।

এরপর দলের কয়েকজন কাকড়া নদীতে গোসল করতে যায়। ওই সময় মাহমুদুল ও নাজমুল স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। " অন্য মুসল্লি ও এলাকাবাসীর চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ওসি জানান। খবর পেয়ে পুলিশ লাশ দুটি থানায় নিয়ে এসেছে। এগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.