যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। - সক্রেটিস
ট্রাফিক পুলিশের কান এবং চোখের চিকিৎসা দরকার - এক্ষুনি, এই মূহূর্তে। নইলে যতই কর্মপরিকণ্পনা তৈরি করা হোক যানজট কমানো সম্ভব নয়। চোখের চিকিৎসা দরকার এই কারনে, ইদানীং উনারা রং চিনতে ভুল করছেন।
অটো সিগন্যালের কোন বাতির কি রং তা উনারা বুঝতে পারছেন না। ফলে প্রতিটি সিগন্যালে দেখা যায় লাল বাতি জ্বলা অবস্থায় গাড়ী চলছে আবার সবুজ বাতি জ্বলা অবস্থায় গাড়ী থামিয়ে দেয়া হচ্ছে। আর কানের চিকিৎসা দরকার এই কারনে, উনারা কোন রোগীবাহী গাড়ীর কোন সাইরেনের আওয়াজ শুনতে পান না।
সারা বিশ্ব এগিয়ে যায় আর আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট দিনকে দিন কেবল পিছিয়ে যাচ্ছে। অটো সিগন্যালের চেয়ে মান্ধাতা আমলের ম্যানুয়াল সিগন্যালই উনাদের কাছে বেশী প্রিয়।
কথায় বলে না " পোষাকধারীরা প্যারেড করতে করতে ব্রেইন চলে আসে হাঁটুতে"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।