তরুণ-তরুণী বুদ্ধিজীবী
ওরা কেহ নয় ধনলোভী।
তরুণ-তরুণী কুৎসিত না
ওরা মাটি সম মূর্তি না।
তরুণ-তরুণী তেজদ্বীপ্ত বলে
ওরা সোজা পথে সামনে চলে।
তরুণ-তরুণী আদৌ ধূর্তনা
ওরা মোটেও নিষ্প্রভনা।
তরুণ-তরুণীর স্বচ্ছ দৃষ্টি
ওরা করবে নব নব সৃষ্টি।
তরুণ-তরুণী সৃজিবে কীর্তি
ওরা গৌরবে মাতাবে ধরিত্রী।
তরুণ-তরুণী তাড়াবে স্বৈরাচারী
স্বৈরাচারী যেহেতু সমাজের বৈরী।
তরুণ-তরুণীর নেই ভয়
তরঙ্গ পাড়িয়ে আনবে জয়।
তরুণ-তরুণী নয় নির্দয়
ওরা দুর্বলদের প্রতি সদয়।
তরুণ-তরুণী জ্ঞান অর্জনে ব্রত
ওরা নৈতিকতা উদ্ধারে রত।
তরুণ-তরুণী আগ্রহ নিয়ে
ওরা কায়মনে সদা পড়ে গিয়ে।
তরুণ-তরুণী রনে বীর-ধীর
হাতে আছে নিয়ে তীক্ষ্ণ তীর।
তরুণ-তরুণী আশ্বাস দিয়ে
রয় দীন-দুঃখীরে বুকে নিয়ে।
তরুণ-তরুণী দুঃখ ঘুঁচাতে
ওরা প্রস্তুত সদা দিনে-রাতে।
তরুণ-তরুণী সকলে সমুজ্জ্বল
জ্ঞানের প্রদ্বীপ জ্বেলে উজ্জ্বল।
তরুণ-তরুণী প্রবল গতিময়
ওরা সদা নির্ভীক ও দুর্জয়।
ওরাই আনে দেশের স্বাধীনতা
রনে করেনি ওরা অলসতা।
মনে নেই ওদের দুর্বলতা
অদম্য ওদের সাহসিকতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।