জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com জরুরী ভিত্তিতে কিডনী প্রয়োজন!!! রক্তের গ্রুপ: A+ (এ পজেটিভ)
পৃথিবীর দিনগুলো আমাদের জন্য ক্ষণস্থায়ী হলেও এটাকে আমরা সহজেই মেনে নিতে পারি না। আল্লাহ্ তা'আলা আমাদের যাবার সময়টি গোপন রেখেছেন, তাই স্বপ্ন দেখতে আমাদের কোন বাধা থাকে না। আর সেইসব আগামী দিনের স্বপ্নে বিভোর হয়ে আমরা প্রতিটি দিনকে উপভোগ করি; যদিও জানি যে মৃত্যু অনিবার্য।
রোগ-শোক, ব্যথা-বেদনা; এসব আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কিন্তু খুব কম মানুষই এসব সম্পর্কে জ্ঞান রাখে।
সাধারণতঃ নগদে বিশ্বাসী মানুষেরাই দুনিয়া ভরপুর। সব মিলিয়েও এই পৃথিবীতে আমরা থাকতে চাই শান্তিতে, সুস্থতার সাথে, আরামে, আয়েশে। এটাই মানুষ হিসেব সাধারণ চাওয়া।
জীবনের এই নানাবিধ স্বপ্ন আর চাওয়া-পাওয়া থমকে দাঁড়ায় যখন কেউ শোনে যে, তার ক্যান্সার হয়েছে-যার সুচিকিৎসা এখনো জগতে নাই-আর মাত্র অল্পক'দিন থাকতে পারবে সে এই পৃথিবীর আলো-বাতাসে। যখন কেউ শোনে যে, তার দু'টো কিডনীই নষ্ট হয়ে গেছে; তখন হঠাৎ মৃত্যুতে আক্রান্ত হওয়া মানুষের মত আর থাকে না তার অবস্থা।
প্রতিটি প্রহরকে তার মৃত্যুর মত গুনতে হয়। কত প্রশ্ন জাগে, কেন এলাম এই পৃথিবীতে, কি করেছি জীবনের এতগুলো দিন, কিভাবে কেটে গেল টেরই পেলাম না, কি সঞ্চয় করেছি ওপারের জীবনকে সমৃদ্ধ করতে ইত্যাদি....!
শুধু কি তাই? এই যে, পরিবার, প্রিয়জন, সন্তান, স্বজন সবাইকে ফেলে চলে যাবো। কি হবে ছোট ছোট সন্তানদের, কে তাদেরকে পিতা কিংবা মাতার আদর দিতে পারবে? মমতায় লালন-পালন করবে..। এমনি হাজারো হিসাব-নিকাষের কিছুই সে মেলাতে পারে না। বেঁচে থাকার প্রাণান্ত প্রয়াস চালাতে চালাতে একসময় চলে যেতে হয় নিরবে...!
প্রবন্ধ-নিবন্ধ লিখতে বসিনি, এমন একজন মানুষের হয়ে একটা আবেদন নিয়ে লিখতে বসেছি যার দু'টো কিডনীই নষ্ট হয়ে গেছে।
সন্তানরা এখনো ছোট। প্রতি সপ্তাহে বিশেষ চিকিৎসার মাধ্যমে এখনো টিকে আছেন। তিনি একজন 'মা' (সেসব ছোট ছোট সন্তানদের)। তার স্বামী চাচ্ছেন কিডনী যদি পাওয়া যায়, কোন সহৃদয়বান যদি এগিয়ে আসেন এই "সন্তানদের মা"কে বাঁচাতে, তবে তিনি সংস্থাপন করাবেন। বাকী ভবিষ্যত দয়াময় আল্লাহর হাতে।
প্রয়োজনীয় তথ্যাবলী:
জরুরী ভিত্তিতে কিডনী প্রয়োজন!!!
রক্তের গ্রুপ: A+ (এ পজেটিভ)
যোগাযোগ: +880-1818375382 এবং +880-1746883415
আপনাদের নিকট কোন তথ্য কিংবা খোঁজ থাকলে উপরোল্লেখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।