I am a boy
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা World Health Organisation (WHO) এর মতে , যাদের কাশি বেশি তাদেরই সোয়াইন ফ্লু হয়েছে বলে ধরা হবে। কিন্তু এসব ফ্লু বিনা চিকিৎসায় ভালো হয়ে যেতে পারে।অর্থাৎ তাদের মতে এই মৌসুমের জন্য সকল ধরণের ফ্লুই সোয়াইন ফ্লু । এসব সোয়াইন ফ্লু ভালো হতে বেশি চিকিৎসা লাগবে না । কিন্তু যাদের গলা ব্যথা,জ্বর,কাশি,সর্দি হয়েছে তদের তাদের এখনি সোয়াইন ফ্লুর টেস্ট করা দথকার।কারণ এগুলো আসলেই সোয়াইন ফ্লুর লক্ষ্মণ।আমার ধারণা WHO সকলকে মাস্ক পরাণোর জন্য এবং সকলকে সচেতন করার জন্যই সকল ফ্লু কেই সোয়াইন ফ্লু বলছে। আমাদের সকলেরই উচিৎ এখন থেকেই সচেতন হওয়া এবং সঠিক মাস্ক পড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।