আমাদের কথা খুঁজে নিন

   

সোয়াইন ফ্লু

নিজেরে খুব বিচ্ছিন্ন মনে হয় বলে সবার সাথে যুক্ত হবার আকুতি জানাই

তামাম দুনিয়া জুইড়া এখন মানুষ ভয় পাইতাছে নতিন ভাইরাস জ্বর সোয়াইন ফ্লুকে। শোনা যাইতেছে, শূকরের থিকা নাকি এইটা ছড়ায়। এরি মধ্যে ল্যাটিন আমরিকার দ্যাশ মেক্সিকোতে মরছে দেড়শরও বেশি। আমরিকা থাইকা ইউরোপ হইয়া নাকি এশিয়াতেও ঢুকতাছে। এই ফ্লু বিশ্ব অর্থনৈতিক মন্দার থিকা বড় রোগ কিনা বুঝতাছিনা।

এরি মধ্যে আমগো স্বাস্থ্যমন্ত্রী রুহুল ভাইছাব কইছেন বিমান বন্দরসহ সকল বন্দরে বিশেষ সতর্কতা লওয়া হইতাছে। জিয়ায় নাকি কাল খোলা হইবো বিশেষ ডেস্ক। ভালা। আমগো দেশে তো বার্ড ফ্লু কেবল পোল্ট্রি ব্যবসায়ীদের প‌্যাটে লাত্থি মারা ছাড়া আর কোনো অপকার করতে সক্ষম হয় নাইকা। ডেঙ্গু এখন ফেইল মাইরা গেছে।

এইসব দেইখা ভয়ে সুন্দরী নিপা ভাইরাসও আসে নাই। সোয়াইন আর আমগো কি করতে পারবো? তবে মনে হইতাছে এর সুবাদে মাল্টি ন্যাশনাল কোম্পানি, বিশেষ করে ওষুধ কোম্পানি গুলা আঙ্গুল ফুইলা বট গাছ হইয়া যাইবো। আপনারা কি কন... ভাইছাবেরা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।