উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
কোন পক্ষকে তো দায় দায়িত্ব নিতে হবে। তাই যুক্তরাষ্ট্র ও ক্যনাডা মিলে মেক্সিকোকে একতরফা ভাবে দায়ি করে ফেললো। সোয়াইন ভাইরাস মেক্সিকো থেকেই এসছে। যুক্তরাষ্ট্রের কথা না হলে মেনেই নিলাম মেক্সিকো জুড়ে বিশাল সীমান্ত এবং প্রচুর মেক্সিকোর জনগন যুক্তরাষ্ট্রে কাজ করেন। সুতরাং আসা যাওয়া তো হবেই।
কিন্তু ক্যনাডার তো কোন মেক্সিকোর সাথে সীমান্ত নেই। ক্যনাডার এই সমস্যা হওয়ার কথা নয়। না হচ্ছে, কারন প্রচুর বিত্তবান ক্যনাডা থেকে মেক্সিকোতে বেড়াতে যায়(নিজের দেশে বেড়ানোর স্থানাভাব!!, বিত্তশালীদের "বিত্ত" সমস্যা), শুধু বেড়ানোই নয়, বিয়ে আয়োজনও বিত্তশালীরা মেক্সিকোতে কয়েক বছর ধরে প্ল্যন করছিল (মিডিয়ার মাধ্যমে জানা), সেই বিয়ে অনুষ্ঠান ঠিক মত হবে না জেনে কি আফসোস!!!!!!!!!!
সম্প্রতি সোয়াইন ভাইরাসকে এখানকার মিডিয়া আর সোয়াইন ভাইরাস বলছে না (কারন তা হলে শুয়রের মাংস বিক্রি কমে যাবে সভাবতই)। প্রত্যেকটি মিডিয়া তাই বৈজ্ঞানিক নাম H1N1 ভাইরাস ই প্রচার করছে।
টিপিকাল ক্যনাডিয় ব্যবস্থা, যেমনটি তারা করছে এদেশে অভিবাসীদের চাকুরী দেয়া নিয়ে।
চাকুরী নেই তবুও বলছে, ৮০% চাকুরী লুকায়িত অবস্থায় আছে, তোমাকে খুঁজে নিতে হবে(সরকারী সমর্থিত দফতর থেকেই বলা হচ্ছে)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।