আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল সফল হোক : পেট্রোবাংলার দালালীর চিত্র

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

গ্যাস ব্লকের ইজারা নিয়ে ব্লগের মতো সারা দেশ জুড়ে যখন আন্দোলন ঘনীভূত হচ্ছে, এই বেইমানী চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন রাস্তায় রক্তাক্ত হচ্ছেন প্রতিবাদীরা। তখন আওয়ামী লীগ সরকারের তাবেদার জ্বালানী মন্ত্রক পেট্রোবাংলা এই বিষয়ে অদ্ভূত এক দলিল (বিডিং শিডিউল) ঝুলাইয়া রাখছে। তাদের বিডিং শিডিউল পড়লে মনে হইতে পারে আমরা সবাই হাওয়ায় মুষ্ঠি আস্ফালন করতেছি আর কি! চিলে কান নিছে বইলা দৌড়াইতেছি। আমরা সবাই জানি হাসিনা সরকার যেই বেইমানী চুক্তি করতেছে তাতে বাংলাদেশ পাবে ২০ শতাংশ এবং উত্তোলনকারী সংস্থা পাবে ৮০ শতাংশ। অথচ পেট্রোবাংলা তাদের প্রকাশনায় তার উল্লেখ না কইরা উল্টাপাল্টা লিখে রাখছে।

আমি ইংরেজি কম বুঝি। যারা বুঝেন তাগো উপরেই দায়িত্ব ছাইড়া দিলাম : মোট কথা আমরা এই সব ভগিচগি বুঝি না। হরতাল- হরতাল, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, পুজিবাদ নিপাত যাক, পুজিবাদের দালালেরা হুশিয়ার সাবধান। অন্তর্বতীকালীন নির্বাচন চাই। এই সরকার দালাল সরকার, জনগন এইবার যোগ্যদের ক্ষমতায় আনার আরেকটা সুযোগ চায়।

মাইনাসের বন্যায় এই পোস্ট ভাসাইয়া আমার ব্ক্তব্যে আপনাদের সংহতি জানান। জয় বাংলাদেশ সৌজন্য : ভারতের দালাল অষ্টডটু রাসেল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.