!
আজকে ব্লগার পরিসংখ্যান দেখতে গিয়ে জানলাম, আমার আজকে জন্মদিন। ব্লগার হিসাবে এই ব্লগে একটি বছর পার করে দিলাম। আমি ব্লগে বেশ অনিয়মিত, তাই অন্য ব্লগারদের সাথে খুব বেশি ঘনিষ্ঠতা হয়নি। তবে অফলাইনে থেকে ব্লগের অনেক অনেক ভালো পোষ্ট পড়েছি, তবে কমেন্ট করেছি অনেক কম। আমার মতো অনেকের জন্যই ব্লগে ভিজিটরের সংখ্যা মাঝে মাঝেই ব্লগার সংখ্যাকে ছাড়িয়ে যায়।
এই এক বছরে এখানে এসে অনেক মজা পেয়েছি, অসাধারণ সব লেখা উপহার পেয়েছি। আমার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আর অ্যালামনিদের কে পেয়েছি। আহসান হাবিব শিমুল , মাসুম ভাই বা মেহরাব শাহরিয়ার এর ফানপোষ্ট গুলো পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি।
রাগিব ভাই আর ম্যাভেরিক ভাই এর জ্ঞানগর্ভ পোষ্ট দেখে ভাবি আমি কি ছাইপাশ লিখি। ব্লগে অনেকেই বিষয় ভিত্তিক পোষ্ট করেন, যেমনঃ অমি রহমান পিয়াল ভাই মুক্তিযুদ্ধ বিষয়ক পোষ্ট বেশি করেন।
আমি কোনো বিষয়েই স্টিকি থাকতে পারিনা। কিছুদিন আগে শুরু করেছিলাম শব্দ নিয়ে একটা সিরিজ, কিন্তু এতো সময় দিতে হয় বিধায় ঐ লেখাটাও আপাতত বন্ধ রেখেছি।
এই অল্প কয়েকদিনেই ব্লগের অনেকেই আমার প্রিয় ব্লগার হয়ে গিয়েছেন, নাম বললে অনেকের নামই বলতে হবে, আবার ভুলে অনেকের নাম বাদ পড়ে যেতে পারে, তাই নাম বলা থেকে বিরত থাকলাম। আমার প্রিয় পোষ্টে জায়গা হয়েছে অনেক প্রিয় ব্লগারদের লিখা। এই ব্লগে এসে জানতে পেরেছি অনেক কিছু, শেয়ার করেছি নিজের ভাবনা চিন্তাগুলোকেও।
অনেক মজার পোষ্টের সাথে ব্লগীয় ঝগড়া-ঝাটি তো আছে ফ্রি উপহার হিসাবে। তর্ক -বিতর্ক সবসময়ই উপভোগ করি কিন্তু একজনকে হেয় করে দেয়া কোনো পোষ্ট বা ব্যক্তিগত আক্রোশে গালাগালি দেখতে খুব খারাপ লাগে।
ব্লগার হিসাবে আমার জন্মদিনে, সামহোয়্যার ইন এর সকল ব্লগার কে আমার শুভেচ্ছা। আপনাদের নিত্য নতুন পোস্ট আর বুদ্ধিদীপ্ত -মজাদার সব কমেন্টের লোভে ব্লগে আসতেই হয়। ভাবতে ভালোই লাগে কোনো রকম ঝামেলা ছাড়াই, একটি বছর কেটে গেল, আশা করি ব্লগের অনাগত দিন গুলোও কাটবে অনাবিল আনন্দে ..............
ছবিঃ যথারীতি উইকিপিডিয়া থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।