আমাদের কথা খুঁজে নিন

   

শরতের শিউলি !!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

তবুও তো ছিলে তুমি শরতের শিউলি রাতের অন্ধকার কেটে ক্লান্ত পথিকের মতো..... ভোরের প্রতীক্ষায়.......। তোমার পতিত ঘ্রান মনমাতানো যৌবনবাণ লক্ষ্যভ্রষ্ট................আমি তাকাইনি। দেখেছিলে তুমি, ভালোবেসেছিলে নি:শর্তে 'যদি অন্যের ন্যাফথলিনে অরূচী হয়' কুড়িয়ে তুলে রাখতে সাহস হয়নি । ভ্রমরের কাজ শেষ ! পদচ্যূত সেনানায়কের মতো নয়, মাটি আকঁড়ে থাকা যোদ্ধা যেন শয়ানে প্রতারনা,কষ্ট কিছু হৃত সুখ বুকে নিয়ে আছ পড়ে মহীতলে, পায়ে দলে পিষ্ট হও, তবু মেরুদন্ড সোজা লাল নিশানে । মন বলে ...................... তোমরা কী জান, কোথায় গম্তব্য ? হয়তো আস্তাকুড়ে ! কিশোরীর গলে তাম্রপাত্র জলে দুর্বাঘাস দলে নয়তো প্রতীমার চরণতলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।