আমাদের কথা খুঁজে নিন

   

স্বরণ করি তারে (১) : সুর সম্রাট মাইকেল জ্যাকসন

আমি স্বপ্নের ফেরিওয়ালা....তাই স্বপ্ন দেখতে ভালবাসি...স্বপ্ন ভাঙ্গলে কোন কষ্ট হয়না। কারণ আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে জানি

আজ ২৯ আগষ্ট । কথা ছিল আজকের দিনটা হবে তার ৫১ হতম জন্মদিন । নতুন কোন গান নয়তো নতুন কোন খবরের শিরোনাম হয়ে প্রতিবারের মত হাজির হওয়ার কথা তার । আমি বলছি মাইকেল জ্যাকসন এর কথা; ২৫ জুন যাকে আমরা জানিয়েছি চিরবিদায়।

মাইকেল জ্যাকসন একজন শিল্পী হিসেবে কেমন তা বলার অপেক্ষা রাখে না। বাংলার মানুষ ইংরেজি গায়ক বলতে চিনে ঐ একজনকেই। তাহলে বুঝুন মাইকেল জ্যাকসন কত বড় শিল্পী । শৈশব থেকে চমক লাগানো এই গায়ক এখনও মানুষের কাছে চমক হয়ে আছে। থাকবে সারা জীবন ।

মাইকেল জ্যাকসন বেচেঁ থাক চিরকাল ,,তাঁর গানের মাঝে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।