আমাদের কথা খুঁজে নিন

   

সুখে ও দুঃখে আল্লাহর স্বরণ করা



মানুষ খুব দুর্বল প্রানী। খুব সহজেই বিচলিত হয়ে পড়ে। বিশেষ করে যখন কোন দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে, তখন সে মনে করে যে, 'কী হবে আর এত সব করে!'। তখন তার জীবন বা কর্ম সম্পর্কে একটি নেতিবাচক অনুভুতি চলে আসে। কেউ কেউ এমন আছে যে বলে, 'আল্লাহ কি দুনিয়াতে আমাকেই পেল এই কষ্ট দেয়ার জন্য! (নাউযুবিল্লাহ)'।

এক নিমিষেই সে ভুলে যায় আল্লাহ সুবহানা ওয়া তায়ালা তাকে আরও যে সব নেয়ামত দিয়েছেন। আমার বস দক্ষিণ আমেরিকার একটি দেশে ব্যবসায়িক সফরের জন্য ভিসার আবেদন করেন। সে দেশের দূতাবাস সৌদী আরব সহ আরব অঞ্চলে কোথাও নেই। লন্ডনস্থ দূতাবাসে ভিসা সংক্রান্ত কর্ম সম্পাদিত হতে হতে নির্ধারিত অনুষ্ঠানের দিন এসে পড়ে। তাই তিনি আর যেতে পারেন নি।

আমারও মনটা খারাপ হয়েছিল কারন এই সভা-অনুষ্ঠানের জন্য বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম। এ বিষয়ে যখন তার সাথে আলাপ করছিলাম তখন তিনি বিচলিত হননি, আর নিম্নোক্ত হাদীসটি আরবীতে পেশ করে ব্যাখ্যা করেন যা আমার ও তার জন্য বড়ই সান্তনা বয়ে আনে- "রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন, 'মুমিনের ব্যাপার আশ্চর্যজনক, নিশ্চয় তার সমস্ত ব্যাপারই তার জন্য কল্যাণকর। মুমিন ব্যতিত এমন আর অন্য কারো জন্য নয়। যদি তার নিকট কোন আনন্দদায়ক কিছু পৌছে, আর তাতে সে ধৈর্যধারণ করে, তবে তার জন্য কল্যাণ রয়েছে। পক্ষান্তরে যদি তার নিকট দুঃখ-কষ্ট পৌছে আর সে তাতে ধৈর্যধারণ করে তবুও তার জন্য কল্যাণ রয়েছে"।

(সহীহ মুসলিমঃ ২৯৯৯)। আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহর শুকরিয়া করার তাওফিক দিন এবং দুঃখে পতিত হলে ধৈর্যের মাধ্যমে আল্লাহর স্বরণ করার তাওফিক দিন। আমিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।