আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ (মাহমুদুজ্জামান বাবু)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

গানটি মাহমুদুজ্জামান বাবু'র অন্ধ তীরন্দাজ এলবামের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ইংরেজীতে এই সুরে একটি গান রচিত হয়েছিল। মাহমুদুজ্জামান বাবু অন্ধ তীরন্দাজ এলবামে সেই সুরের গানটিই করেন। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ অস্তাচলে যেখানে দিন শেষ লাখো প্রাণে রক্তে রাঙা দেশ নতুন ইতিহাসে, পুরানো সেই গল্প ফিরে আসে অন্ধ যারা, তাদের হাতে ভার দেশের সব বিধান বাঁচাবার মারছে তাই মানুষ বেশুমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ অস্তাচলে যেখানে দিন শেষ লাখো প্রাণে রক্তে রাঙা দেশ। সবাই এসো দাঁড়াও হাতে হাত মরছে দেখো মানুষ দিন রাত কিশোরী মার দুচোখ ভেসে যায় শিশুটি তার ধুঁকছে অসহায় বৃষ্টি আর ভীষণ কলেরায় রাতে যখন ঘুমের অবকাশ পাক সেনারা ছাত্রাবাসে ত্রাস ছড়িয়ে পড়ে ভয়ের জটকা জাল স্তব্ধ হয়ে দাঁড়ায় মহাকাল শরীরহীন বালিশ লালে লাল বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ অস্তাচলে যেখানে দিন শেষ লাখো প্রাণে রক্তে রাঙা দেশ। রক্ত চাই রক্তদাতা চাই ব্যারাকে এই আর্তি শোনো নাই তরুণ যারা, রক্ত দিতে হয় বেদনাহীন সহজ নির্ভয় দেশ ছাপিয়ে রক্ত নদী বয় বাংলা নামের দেশের ইতিহাসে পুরানো সেই গল্প ফিরে আসে অন্ধ যারা, তাদের হাতে ভার দেশের সব বিধান বাঁচাবার মারছে তাই মানুষ বেশুমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ অস্তাচলে যেখানে দিন শেষ লাখো প্রাণে রক্তে রাঙা দেশ।। গানটির অডিও লিংক ইংরেজী গানটার অডিও লিংক কারো কাছে থাকলে এখানে লিংকটা দিলে কৃতজ্ঞ থাকব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.