আমাদের কথা খুঁজে নিন

   

একখান নতুন perfume কিনছি,, দেখ তো গন্ধটা কেমুন



এইটা আমার সৌভাগ্য যে আমার বাবা-মা ব্লগ পড়েনা। ওরা যদি আমার কু-কর্ম গুলান জানতে ফারে তাইলে আমার খপর has. আমার জার্মন স্যারে কইছিলেন,,,, সবকিছুই জাইনা রাখন ভাল। হে হে তয় স্যারের এই আমর বাণী আমরা অনেক আগেই বুঝছিলাম। ইভার কথা আগেই কইছি। আমি আর ইভা কলেজের পেয়ারা ক্ষেত থেকে একবার অনেকগুলি পেয়ারা পাড়ি।

কে যেন দেখে বলে দেয় মালিককে। ‌ দূর থেকে মালিককে আসতে দেখে আমরা হোস্টেলে ঢুকি। লোকটা এত বদ হোস্টেলের সব রুম সার্চ করা শুরু করে। আমার এক ক্লাসমেট থাকত হোস্টেলে। ওকে নিয়ে আমরা গোসলখানায় পালাই।

পরে টিফিনের সময় হলে আমরা বোরকা পরে বের হই। পেয়ারার মালিকরে কই---কারা নাকি পেয়ারা পারছে?এগোরে ধইরা টিসি দেওন উচিত। তো কলেজে 1st year এ আমরা ৫টা ভাইবা দেখলাম লাইফটা কেমুনজানি ডাইল ডাইল। কি করণ যায়? একদিন আমরা ঠিক করলাম একটু খাইয়া দেখা উচিত কেমুন লাগে এখন সমস্যা হইল কই বইসা খাব? ব্যফক চিন্তার বিষয়। পুরা কলেজ দেখলাম।

অবশেষে একখান বিল্ডিং ফাঁকা পাইলাম। ওইটার পেছনে আমরা জ্বালাইলাম। হে হে হে এমুন বিতিকিচ্ছিরি স্বাদ। মানষে কেমনে এমুন মধুর ভাবে টান দেয়? যাই হোউক,, আমরা ও কিন্তু মজা কইরাই টানদিলাম। কিন্তু একখান সমস্যা।

খাইলাম ভাল কতা কিন্তু এতো দেখি ভুর ভুর কইরা গন্ধ আসে। একটু পর ক্লাস। মনার মাথায় বুদ্ধি আইল। আমরা পেয়ারার পাতা আরও কি সব হাবি জাবি খাইলাম। এরফর কেলাসে গেলাম।

ইভা এক হাবলুসরে জিগাইল----ওই একখান নতুন perfume কিনছি। দেখতো কিমুন গন্ধ? হেতে যা কইল আমরা শুইনা হাসতে হাসতে গড়াগড়ি। মাইয়াটা ভাল কইরা শুইকা কয়---------- কেমুন বিড়ি বিড়ি গন্ধ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।