আমাদের কথা খুঁজে নিন

   

দেশের কলেজগুলিতে শিক্ষার মান ক্রমান্বয়ে নিম্নমূখী হচ্ছে ! প্রেন্সিপালেরা অসহায়; শিক্ষক রাজনীতিই প্রধান কারন ।

ভালোলাগে ভালোবাসা, স্নেহ-মমতা, অসীম-বিশ্বাস, নীলদিগন্তে বিচরণ আর ভালোলাগে ব্লগে আপনাদের সঙ্গে সময় কাটানো...

উত্তর বঙ্গের প্রায় শতাধিক সরকারী ও বেসরকারী কলেজে খোঁজ নিয়ে জানাগেছে কলেজগুলিতে শিক্ষার মান ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে । কিন্তু কেন ?? শিক্ষার মান নিম্নমুখী হওয়ার একাধিক কারন রয়েছে, তার মধ্যে শিক্ষক সমস্যা,পর্যাপ্ত অবকাঠামোর অভাব, শিক্ষা সামগ্রী না থাকা । সরকারী কলেজ গুলিতে শিক্ষক সমস্যা একটি অন্যতম সমস্যা । দেশের খুব কম সংখ্যক সরকারী কলেজ আছে যেখানে প্রয়োজনীয় শিক্ষক আছে । কিন্তু বেসরকারী কলেজগুলিতে শিক্ষক সমস্যা তেমন প্রকট নয় তবু কলেজ গুলিতে ভাল লেখা পড়া হয় না শুধু মাত্র রাজনৈতিক কারনে ।

এই সমস্ত কলেজের প্রেন্সিপালদের সাথে আলাপ করে জানা গেছে, কলেজ গুলিতে বেশির ভাগ শিক্ষক রাজনৈতিকভাবে টাকা পয়সার বিনিময়ে চাকুরী পেয়েছে। অনেক ক্ষেত্রে এমন দূর্বল শিক্ষকে সেখানে নেয়া হয়েছে যারা ভালভাবে পড়ানোর যোগ্যতা রাখেনা । দলগত ভাবে নিয়োগ পাওয়ায় এই সমস্ত শিক্ষক ক্লাসে কালে ভাদ্রে আসেন । মাসে এক বা দুইবার এসে শিক্ষক উপস্থিতি খাতায় স্বাক্ষর করে মাসের বেতন নিয়ে যান । গত বি এন পি সরকারের আমলে কিছু শিক্ষক এ কাজ করেছেন এখন আবার আওয়ামী লীক সরকার সমর্থক শিক্ষকেরা ক্লাসে তেমন আসেন না ।

প্রেন্সিপালদের ভাস্য অনুযায়ী এই সমস্ত শিক্ষক আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী । এদের ক্ষেত্রে প্রেন্সিপালদের করার কিছুই নাই । কারন কোন কিছু করলেই অধ্যক্ষ কে অর্থ আত্নসার্থের মিথ্যা মামলায় ফেলে হয়রারী করা হয় । আরও জানা গেছে যে সমস্ত শিক্ষক কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয় তারাও অন্যদের এই অবস্থা দেখে হাফিয়ে উঠেছে । রাজনৈতিক অবস্থার উন্নতি না হলে কলেজ গুলিকে টিকিয়ে রাখাই মুস্কিল হবে বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন।

এই রাজনৈতিক অবস্থার কারনে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রায় ধ্বংসের মুখে পড়েছে । কোন অভিভাবকই বুকে হাত দিয়ে বললতে পারবেন না তার সন্তান টি বিশ্ব বিদ্যালয়ের পড়া শেষ করে ভালভাবে বাড়ি ফিরে আসবে । যে বিশ্ববিদ্যালয়ে জীবনেরই কোন নিশ্চয়তা নেই সেখানে পড়াশুনার নিশ্চয়তা দিবেন কিভাবে ?? শুধু মাত্র কলেজ শিক্ষায় নয় আমাদের হাইস্কূল গুলিতেও রাজনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে । মাছে মধ্যেই আমাদের স্কুলের ছেলে মেয়েরা গাড়ি ভাংচুর করে ! সেট কার ইংগিতে বলতে পারেন ? রাজনৈতিক অব্স্থার উন্নতি না হলে আমাদের প্রাইমারী শিক্ষাতেও অদূল ভবিষ্যতে রাজনৈতিক প্রভাব পড়তে বেশি দেরী হবে না । দেশের বড় শহরের কয়েকটি প্রাইভেট কলেজ, ক্যাডেট কলেজ ও ক্যান্ট পাবলিক গুলিতে রাজনৈতিক প্রভাব নেই ।

ফলে এই সমস্ত কলেজ গুলিতে পড়াশুনা ভালো হচ্ছে এবং তারা রেজাল্ট ও ভালো করছে । ফলে অনেক অভিভাবক কষ্ট হলেও এই সমস্ত কলেজে ছেলে মেয়েদের পড়ানোর চেষ্ট করছেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.