আমাদের কথা খুঁজে নিন

   

সামরিক বাহিনী তথ্য অধিদপ্তর বরাবর খোলা চিঠি (রিপোস্ট)



(এই লিখাটি পূর্বে পিলখানা হত্যাকান্ডের সময় ক্যাডেটকলেজব্লগে লিখসিলাম........... অনেকদিন হয়ে গেল লিখাটির এবং আমি ব্যাপারটা সামহোয়ারইনের পাঠকদের সাথেও শেয়ার করতে চাই তাই এখানেও পোস্ট করলাম........ লিখাটির সময়কাল: ২২শে মার্চ,২০০৯ ) কিছুদিন আগে এনটিভির স্ক্রলিং নিউজে একটা নোটিশ দেখলাম: পলাতক বিডিআর দের নিয়ে কোন তথ্য থাকলে অ্যাড্রেস -এ মেইল করে জানানোর অনুরোধ করা হচ্ছে…… সেটার সূত্র ধরেই কিছু প্রশ্ন করছি তাদের….. আর্মিকে আমি অনেক ভয় পাই….. তাই মাইর খাওয়ার ভয়ে তাদের জানানোর আগে পাবলিক ব্লগেও লিখলাম…… Gmail এর টার্মস অ্যান্ড কন্ডিশনস এ বলা আছে: 4.3 As part of this continuing innovation, you acknowledge and agree that Google may stop (permanently or temporarily) providing the Services (or any features within the Services) to you or to users generally at Google’s sole discretion, without prior notice to you. You may stop using the Services at any time. You do not need to specifically inform Google when you stop using the Services. 4.4 You acknowledge and agree that if Google disables access to your account, you may be prevented from accessing the Services, your account details or any files or other content which is contained in your account. 8.3 Google reserves the right (but shall have no obligation) to pre-screen, review, flag, filter, modify, refuse or remove any or all Content from any Service. For some of the Services, Google may provide tools to filter out explicit sexual content. These tools include the SafeSearch preference settings (see http://www.google.com/help/customize.html#safe). In addition, there are commercially available services and software to limit access to material that you may find objectionable. আমার প্রশ্ন হল: ধরা যাক, জিমেইল ফ্রান্সে নিবন্ধিত একটি কোম্পানি…… এখন আমি বিডিআর এর ঘটনায় ফ্রান্সের সংশ্লিষ্টতা নিয়ে কোন তথ্য পেলাম ( ধরে নিন, সত্যি সত্যি না )….. তাহলে আমি সামরিক বাহিনীকে মেইল করব ব্যাপারটা….. তাদের মেইল অ্যাড্রেসতো তারা দিয়েছেনই…. এখন, যেহেতু জিমেইলের নীতিমালায় বলা আছে তারা যেকোন সার্ভিস চাইলেই বন্ধ করে দিতে পারে সুতরাং ফ্রান্সের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় ( ধরে নেয়া হয়েছে জিমেইল ফ্রান্সের কোম্পানী ) আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে….. সেক্ষেত্রে আমার মেইলটি আপনাদের ( বাংলাদেশের সামরিক বাহিনী ) কাছে পৌছাবে না.......... তাহলে, কেন আপনারা এই পাবলিক ডোমেইন টা ব্যবহার করছেন ??? আপনাদের নিজেদের .mil.bd ডোমেইনের কোন মেইল অ্যাড্রেস দিতে পারতেন না ??? আপনারা কি নিজেদের কাজেও এই জিমেইল ব্যবহার করেন ??? প্রাসঙ্গিক আরো কিছু প্রশ্ন: প্রথম: উইন্ডোজ ব্যবহারকারীরা কমান্ড প্রম্পটে যেয়ে লিখুন: tracert http://www.gmail.com এতে জিমেইলের সাথে আপনার পিসির কানেকশন কোন কোন দেশের কোন কোন আইপি হয়ে যায় তা দেখতে পারবেন….. আমার পিসি থেকে জিমেইলে কানেক্ট হতে সর্বমোট ১৭টি গেটওয়ে ও রাউটার পার হয়.. অন্যদের কমবেশী হতে পারে তবে সবারই একাধিক দেশের পিসি পার হবে নিশ্চিত… ১৭টার যেকোন টায় যদি কোন হ্যাকার প্রোগ্রাম থাকে তাহলে সব ডাটা নিয়ে নিতে পারবে ( জিমেইলে মেইল সেন্ড সিকিউরড পেজ এ হয়না )….. কেন আপনারা এত লো সিকিউরড জিনিস ব্যবহার করছেন ??? দ্বিতীয়: কানাডার নিয়ম অনুসারে কানাডার কোন পিসির টার্গেট কম্পিউটার যদি কানাডাতেই হয় তাহলে সেই ডাটা অবশ্যই কানাডা পার হবেনা, এতে ডাটা ট্রান্সমিশনে যতই সময় লাগুক…….. ( এর মানে হল, ধরুন ঢাকার একটি পিসি রংপুরের একটি পিসিতে ডাটা পাঠাবে…. এখন যদি ডাটা পাঠানোর পথ ঢাকা - সিংগাপুর - রংপুর হয় তাহলে সময় লাগবে ১০ সেকেন্ড…. ( বেশিরভাগ আইএসপি সরাসরি সিংগাপুরে কানেক্টেড তাই সিংগাপুর ধরে নেয়া হল) …. কিন্তু যদি ঢাকা-রাজশাহী-বগুড়া-রংপুর পথ অনুসরন করতে হয় সময় লাগবে ১০০ সেকেন্ড………… কিন্তু আমাদের ১০০ সেকেন্ডের পথটা দিয়েই যেতে হবে কানাডার আইন তাই বলে ) আপনারা কি এমন কোন পলিসি ব্যবহার করছেন ??? যদি না করেন তাহলে ঢাকা-সিংগাপুর-রংপুর রুটে থাকা সিংগাপুরের কোন পিসি আপনাদের ডাটা হ্যাক করে নিতে পারে এবং এর জন্যে দায়ী থাকবেন আপনারা…. তৃতীয়: পেন্টাগনে ইন্টারনেট ব্যবহৃত হয় ১৯৬৯ সাল থেকে কিন্তু বাণিজ্যিকভাবে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে ১৯৯০ সাল থেকে…… এই বিশাল সময়টা্য পেন্টাগনের নিরাপত্তা ব্যবস্থায় সিএসই’র সেরা সেরা মাথাগুলো কাজ করেছে……. আপনাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা কোন ধরনের ? কম্পিউটার চালাতে চালাতে, নেট ঘেটে এক্সপার্ট হয়ে উঠা টেকনিশিয়ান ( মতান্তরে আইটি এক্সপার্ট ) নাকি কোন পি.এইচ.ডি করা ও বিশাল অভিজ্ঞতার কেউ ?? চতুর্থ: সামরিক বাহিনীর সদস্যরা ফোন, ইন্টারনেট এগুলোর মাধ্যমে কি কি তথ্য বিনিময় করছেন তা কি নিয়ন্ত্রিত ???? *********************** সবশেষে বলব, শুধু ক্যান্টনমেন্টের গেটে জাতীয় পরিচয়পত্র চেক করেই হবেনা, সকল দিক নিশ্ছিদ্র করতে হবে…….. এগুলো ছোটখাট দিক তুলে ধরলাম যা গত সেমেস্টারে আমার নেটওয়ার্ক সিলেবাসে ছিল সুতরাং এগুলো মোটেও ফেলনা বিষয় নয়……… কিন্তু ছোটখাট হলেও ” ছোট্ট বিভার বিশাল বাঁধ ভাঙ্গতে পারে ” প্রবাদটি মনে রাখা উচিত…….. সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশ ও বিশ্বে সেরা হোক এই কামনা থেকে এগুলো লিখা…….. আর কোন উদ্দেশ্য নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.