সামরিক কাজে ব্যবহার-উপযোগী জলযানগুলো শুধু প্রযুক্তিগত দিক দিয়েই আলোচিত নয়, নিত্যনতুন আবিষ্কারের ক্ষেত্র হিসেবে জলযানে প্রতিনিয়ত ইন্ধন দিয়ে যাচ্ছে। এসব কারণেই সামরিক জলযানের বিবর্তন জলের ওপর মানুষের মেধার সবচেয়ে উন্নত ব্যবহারের জন্য প্রসিদ্ধ। সামরিক কাজে ব্যবহৃত জলযানগুলো বিভিন্ন উদ্দেশ এবং কাজের লক্ষ্যের ওপর নির্ভর করে নির্মিত হয়। এ তালিকায় রয়েছে সাধারণ নৌপরিবহন থেকে শুরু করে মালামাল বহন, যুদ্ধ পরিচালনা, সমুদ্রের নিরাপত্তা রক্ষা করা ইত্যাদি। সামরিক জলযানের মধ্যে উল্লেখযোগ্য হলো সুপার ক্যারিয়ার, উড়োজাহাজবাহী, হেলিকপ্টারবাহী, যুদ্ধজাহাজ, ড্রেডট, ক্রুজার, ব্যাটল ক্রুজার, পকেট ব্যাটলশিপ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, কোস্টাল প্যাট্রোল ইত্যাদি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।