বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত।
http://www.linux.org.bd
সমস্যা ১: ব্লগের লেখা কারো সাথে শেয়ার করতে চাচ্ছেন কিন্ত যার সাথে শেয়ার করবেন তার বাংলা ফন্ট সাপোর্ট নেই। কিংবা লেখা প্রিন্ট করতে চাচ্ছেন, আপনার কাছে প্রিন্টার নেই, দোকানে গিয়ে প্রিন্ট করতে হবে।
সমস্যা ২: ইমেইল সেভ করতে চাচ্ছেন পিডিএফ আকারে, ইমেইলটাকে অক্ষত রেখে।
সমস্যা ৩: প্রথম আলো কিংবা অন্যান্য পত্রিকার আর্টিকেল সেভ করতে চাচ্ছেন, কিন্তু ওয়ার্ডে ফাইলে নিলেই ফন্ট ঠিকমতো আসছে না। আর্টিকেলটি সেভও করতে পারছেন না।
সব সমস্যার সমাধান দিবে সম্পূর্ণ ফ্রী এই সফটওয়্যারটি । এটি ইন্সটল করলে আপনার কম্পিউটারে একটি ভার্চুয়াল প্রিন্টার ইনস্টল হবে যার কাজই হবে ওয়েব পেজকে পিডিএফ এ প্রিন্ট করা।
কিভাবে? আসুন দেখি ছবি সহকারে-
সমস্যা ১ এর সমাধান:
নিচের ছবির মতো পোস্টটির প্রিন্ট বাটনে ক্লিক করুন।
তারপর, একটা উইন্ডো ওপেন হবে-
প্রিন্ট বাটনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো ওপেন হবে-
প্রিন্ট এ ক্লিক করুন। ফাইলটি পিডিএফ ফাইলে রূপান্তর হবে।
সমস্যা ২ এর সমাধান:
প্রিন্ট অল এ ক্লিক করুন-
ইমেইলটি পিডিএফ ফাইলে তৈরী হবে।
সমস্যা ৩ এর সমাধান:
ধরুন আপনি প্রথম আলোর উপরের আর্টিকেলটি পিডিএফ করে সেভ করতে চাচ্ছেন।
ফাইল এ গিয়ে প্রিন্ট এ ক্লিক করুন-
অথবা নিচের প্রিন্ট বাটনে ক্লিক করুন-
আবার আগের মতো উইন্ডো ওপেন হবে-
ব্যাস!! মামলা খতম। এবার শুধু আরাম !! আর আরাম !!!!
তথ্য সূত্রঃ নরকের পাপী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।