পূর্বের পোষ্টগুলোর মন্তব্যে এটা নিশ্চিত হয়েছি যে, শুধুমাত্র নকিয়া ৩১১০ ক্লাসিক সেটটাতেই বাংলা ব্রাউজিং সম্ভব, কম খরচে। অবশ্য অপেরা মিনি ব্যবহার করে সব মোবাইলেই সম্ভব, সেক্ষেত্রে আনলিমিটেড ইউজার হতে হয়। আমি নকিয়া ৩১১০ দিয়ে যখন ব্রাউজ করতাম তখন প্রতিবার সামহোয়ার এর প্রথম পাতা খোলার জন্য সর্বোচ্চ দেড় টাকা চার্জ আসত। যা হোক সামহোয়ার ব্রাউজিং এর জন্য আবার ৩১১০ যোগার করেছি। বেশ কয়েকবার ব্রাউজ করলামও। সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন সামহোয়ারইন এ ঢুকতে চাইলেই জানাচ্ছে -
disallowed key characters: $path
বুঝতে পারছি না কি করব?
দয়া করে হেল্প করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।