আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি দল একাই সব লুটেপুটে খাচ্ছে, অন্যদের কোন অন্য দলদের কোন সুযোগ দেয়া হচ্ছেনা (অভিযোগ করেছেন খন্দকার দেলোয়ার )



"খন্দকার দেলোয়ার " ইঁনি বি এন পির মহাসচিব। সাংবাদিকরা এক প্রশ্নের জবাবে ইনি অভিযোগ করেন ঠিক এভাবে --- সরকারি দল চাদাবাজি ও সন্ত্রাস করছে এই অভিযোগ করে তিনি বলেন তারা নিজেরা একাই দেশের সব লুটেপুটে খাচ্ছে, এদেশে যে আরো দল এবং জনগণ আছে সেদিকে খেয়াল নেই আহা, অত্যান্ত দুঃখজনক হলেই সত্য যে এই কথার মাধ্যমে যে ইঙ্গিত বহন করে তা হল " অত্যান্ত সুকৌশলে বুঝেশোনে এবং দক্ষতার সাথে আওয়ামিলিগ এবং বি, এন,পি এবং অন্য দরগুলান দেশকে শিকার করা হরিণ বানিয়ে রেখেছে। এবং সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। মালিকানা বদল হচ্ছে ৫ বছর পর পর, তার পরও সবাই হিস্যাপেত, কিন্তু এবার সরকারিদলের পাল্ল ভারি তাই তারা কাওকে ভাগ দিচ্ছেনা। এবং তুয়াক্কাও করছেনা।

একাই লুটেপুটে খাচ্ছে কাওকে ভাগ দিচ্ছেনা। " যেন হায়েনার দলের বিরুদ্ধে চিতার অভিযোগ। ইনি আরো অভিযোগ করেন যে রাজনৈতিক নেতা কর্মিদের উপর দায়ের করা মামলা প্রত্যাহারে দিমুখী নীতি প্রদর্শণ করা হচ্ছে। কেবল আ.লীগের মামলা প্রত্যাহার করা হচ্ছেনা। যেন আগেথেকেই পরামর্শ করা যে আমাদের নেতাকর্মিদের উপর থেকে সকল মামলা প্রত্যাহার করতে হবে।

দুঃখজনক, তার পরও আমরা বুঝিনা। আগে ভাবতাম এদের রাজনৈতিক দূরদর্শিতা কম অথবা এরা নির্বোধ। কিন্তু একন দেখচি এরা অত্যান্ত চালাক মানুষের কথায় তার চরিত্র এভাবেই প্রকাশ পায়। আর সরকার দল ত তার কাজের মাধ্যমে চরিত্রের যে গুনাবলী প্রদর্শণ করছে তা তুলনাহীন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.