একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
এই ছেলেটার সাথে পরিচয় ওর সেরকম পোস্টগুলা পড়তে গিয়ে। অসাধারন সব পোস্ট। এত্ত গুছিয়ে কেউ লিখে না। তো কি মনে করে এই বছরই তাকে ইয়াহুতে এড করে ফেল্লাম....বাপরে! এই ছেলে যে এত কথা বলতে পারে!! কথায় কথায় টেকি টিপস আর টেকি দুনিয়ার হাজার ক্যাতা!! একদিন বলেই বসলো, "আপনি ছাড়া আর কারো সাথে এভাবে কথা হয় না!! আপনার সাথে কথা বলতে তাই ভালো লাগে"
না, নাফিস সমকামী নয়। ওদের রিলেশনের ব্যপারে যতটুকু শুনছি, ও আসলেও ওর "ও" কে অনেক ভালোবাসে।
রিলেশন ধরে রাখতেও সে সমান পটু!!
নেটেই যতটুকু কথা হয়; পারসোনালি আমি ওকে খুব একটা চিনি না। দেখিও নাই কোনোদিন। যতটুকু বুঝছি, অনেক সেনসেটিভ একটা ছেলে। ভদ্র, নীতিবান আর দারুন সাহায্যকারী। নিজের শত ঝামেলা পাশে ফেলে আপনার সমস্যাটা সলভ করতে চেষ্টা করবেই।
নাফিস আমাকে সবসময় আপনি বলে ডাকে। যদিও বয়সে আমার সমান। বিশেষ করে সম্প্রতি আমার কঠিনতম একটা সময়ে ও আমাকে যেভাবে সময় দিছে, আমি ওর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হয়ে পড়ছি।
আসলে মানুষ বেশিরভাগ সময়েই বলতে পারে না পছন্দের মানুষগুলাকে সে কেনো পছন্দ করে!!
যাই হোক, অগাস্টের ১৭ তারিখ ভার্চুয়াল জগতের আমার এক প্রিয় মানুষের জন্মদিন। নাফিসকে জন্মদিনের শুভেচ্ছা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।