আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo প্রিয় নীলা,
কখনও নীলিমা কিংবা আকাশনীলা বলেই ডেকেছি তোমায়,
যখন উত্তরের শীতল বাতাসে, জুবুথুবু জনজীবন,
তখন তোমার আধো খোলা ঠোঁট দেখে উপভোগ করেছি,
চৈত্রের তপ্ত দাহন।
যখন প্রবল শীতের রাতে,
আমি শৈত্যযুদ্ধের সম্মুখীন
তখন তোমার দুটি হাত ছিল,
আমার উষ্ণতার প্রধান অস্ত্র শিবির।
হাত ধরে কত হেঁটেছি আমরা এই নগরের পথে পথে, ফুটপাতে,
শত রক্ত চাহুনী আর মানুষের হিংসিত চোখ উপেক্ষা করে।
ক্যলেন্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে
প্রতিটি দিনকেই পরিনত করেছিলাম
আমরা এক একটি ভালোবাসার বিশ্ব দিবসে।
তোমার অতল কালো গভীর চোখ, যেন চির সম্মোহনের টেলিভিশন।
যেখানে প্রতিনিয়ত চলে, ভালবাসার পূর্নদৈর্ঘ্য চলচিত্র
যার একমাত্র দর্শক আমি এবং আমিই করি তা দর্শন।
আজ বিশ্ব ভালবাসা দিবস,
ভালবাসা কাতর মানুষগুলোর, ভালবাসা পাওয়ার বিশ্ব দিবস।
তোমার আমার পুরানো খেলা, নতুন করে খেলবার দিবস।
আজও আমার প্রভাত হয়েছে, তোমার কণ্ঠ রাগে
চিরচেনা সে নিরেট কপালে লাল সূর্য-টিপ দেখে।
আজও পথে তাই চলছি মোরা দুটি হাতে রেখে হাত ,
ভালবাসা দিবস ----
সে যে,
তোমার আমার ভালবাসা ময়
লক্ষ দিবস রাত
আজ বিশ্ব ভালবাসা দিবস। সবাইকে ভালবাসা দিবসের অনেক শুভেচ্ছা। ব্যক্তিগত ভাবে আমি অবশ্য এই দিবস পালন করার ব্যপারে খুব বেশি আগ্রহী নই। আমি মনেকরি ভালবাসাকে কোন নির্দিষ্ট দিবসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা উচিত নয় কারন এতে ‘ভালবাসা’ নামক অদ্ভুত মানবীয় আবেগটিকে ছোট করে ফেলা হয়।
ভালবাসা একটি সার্বজনীন ব্যাপার।
প্রতিটি মানুষের জীবনেই বিভিন্ন পর্যায়ে ভালোবাসার স্পর্শ আছে, ভূমিকা আছে, দায়বদ্ধতা আছে এবং এই ভালোবাসা নিয়েই মানুষের মান অভিমান আছে। শুধু প্রেমিকাকে ভালবাসার মধ্যেই ভালবাসা সীমাবদ্ধ নয়, ভালবাসা হতে পারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ভালবাসা হতে পারে পরিবারের প্রতি ভালবাসা, ভালবাসা হতে পারে সন্তানের প্রতি ভালবাসা, ভালবাসা হতে পারে নিজের কাজের সাথে ভালবাসা, ভালবাসা হতে পারে প্রকৃতির প্রতি ভালবাসা এমন কি ভালবাসা হতে পারে নিজের প্রতিও ভালবাসা।
ভালবাসা হচ্ছে মুক্ত, স্বাধীন, স্বার্থ ও শর্তবিহীন। তাহলে আমরা কিভাবে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ন ও অবিচ্ছেদ্য অংশকে শুধু মাত্র একটি দিনেই সীমাবদ্ধ রাখতে পারি? হ্যাঁ আমরা পারি। কারন আমরা ভালবাসতে বাসতেই ভালবাসি আবার এই ভালবাসতে বাসতেই ঘৃনা করি।
একজীবনে আমাদের অনেকের হয়ত ভালবাসার স্বাধ মিটে না আবার এই এক জীবনেই আমরা অনেকেই ভালবাসার স্পর্শটুকু পাইনা। কবি বলেছেন, জীবন আরো দীর্ঘ হলে যে ভালবাসা আরো দীর্ঘ হত তা কিন্তু নয়। আসলে আমি মনে করি, মানুষ বেশিদিন ভালবাসতে পারেনা বলেই ভালবাসার প্রতি মানুষের এত হাহাকার এবং কোন একটি নির্দিষ্ট দিনে বন্দি করে ভালবাসা প্রকাশের মিথ্যে ও মেকি প্রচেষ্টা।
আমি নিতান্তই একজন সাধারন মানুষ। ইচ্ছে থাকলেও এই সব জাগতিক নিয়ম থেকে বের হতে পারি না।
আর বের হতে পারি না বলেই ভালবাসার এই নির্দিষ্ট দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। প্রিয় মানুষগুলোর হাসিমাখা মুখ কল্পনা করতেই সব কিছু ভূলে যাই, আর বার বার বলি, ভালবাসি তোমাদের সবাই কে অনেক ভালবাসি।
ভালবাসা ছড়িয়ে পড়ুক সবখানে, মানুষের প্রতি মানুষের রাগ হিংসা, ক্ষোভ শেষ হোক চিরতরে। সুন্দর হোক আমার আপনার সবার জীবন। প্রতিটি দিনই হোক ভালবাসার বিশ্ব দিবস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।