নূতন চাই
দ্বিজেন্দ্রলাল রায়
পুরোনো হোক, ভালো হাজার,
হায় গো এমনি কলির বাজার
মাঝে মাঝে নূতন নূতন নইলে কারো চলেনা;
নিত্যই পোলাও কোর্মা আহার
বলো ভালো লাগে কাহার?
আমার ত তা’ দুদিন পরে গলা দিয়ে গলে না
দু’ চার বর্ষ হলে অতীত।
চাষায় জমি রাখে পতিত
নইলে সে ঊর্বরা হলেও বেশি দিন আর ফলে না;
নিত্যই যদি কার্য না পাই
প্রাণটা করে হাফাই হাফাই;
যদিও ঘুমিয়ে থাকলেও কেউই কিছুই বলে না।
ক্রমাগত টপ্পা খেয়াল,
ডাকে যেন কুকুর শেয়াল;
প্রত্যহ অপ্সরা দেখলে তাতে আর মন টলে না;
এক স্ত্রী নিয়ে হ’লে কারবার
ঝালিয়ে নিয়ে হয় দু চার বার
বিরহ আহুতি ভিন্ন প্রেমের আগুন জ্বলে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।