আমাদের কথা খুঁজে নিন

   

নুতন ভোর

আনন্দ বিলাস হীনমন্যতার দেয়াল গুড়িয়ে পদযাত্রায় বেরিয়েছে। অনর্থ অর্থকষ্টে যাপিত জীবনকে হিঁচরে টেনে নিয়ে যাওয়ায় কিংকর্তব্যবিমুঢ়। এই দৌড় ঝাপের মাঝে' এক চিলতে বৃষ্টি! ভাবনার ঝাপি সপাটে বন্ধ। এখন হবে' প্রাণ খুলে আনন্দ; ধরায় সুখের ছোঁয়ায়! বান ভাসানি গান হোক, এই তো খুশির যোগ। যাকগে চলে' যারা যাবার যাবে, যে আছে' আশার তার তরেই চালু থাক! ভালবাসা তোলা থাক' এক চিলতে হাসির তরে। মুক্ত শ্বাস নাও' বায়ুকোষ ভড়ে। ভাল থাক' সন্ধানী চোখ বিছিয়ে রাখবো গধূলী লগ্নে। চোখ অন্ধ থাক' প্রতিটি শিশির বিন্দু সুখের তরে। আজব সৃষ্টির লোকারণ্যে মিশে' সৃষ্টিসুখ ভালবেসে, বাকি পথটুক চলা হোক.... এ নুতন ভোরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।